উল্লাপাড়া

উল্লাপাড়ায় সড়ক ধ্বসে যাওয়ায় বাঁশের মাচাল বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোজা স্বর্ণকার পাড়ায় যাতায়াতের একমাত্র সড়ক বৃষ্টিতে ধ্বসে যাওয়ায় প্রায় ২ শত পরিবারের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । উপজেলার ধামাইকান্দি থেকে সলঙ্গা ইউনিয়নের গোজা স্বর্ণকার পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের ১৬০মিটার সড়ক জায়গায় জায়গায় ভেঙে নানা গর্তের সৃষ্টি হয়েছে । এরমধ্যে প্রায় ১০ মিটার সড়ক অতি বৃষ্টিতে ধ্বসে গেছে । ধ্বসে যাওয়া স্থানে গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশের মাচাল বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তার উপর দিয়ে চলাচল করছে ।

জানা যায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের গোজা গ্রামে যাওয়ার ১৬০ মিটার সড়ক গ্রামবাসী চলাচলের জন্য সড়কের দু’পাশের বসতি পরিবারগুলো নিজেদের ব্যক্তিগত জায়গা ছয় ফুট করে ছেড়ে দিয়ে নিজেদের উদ্যোগে কয়ক বছর পূর্বে সড়ক নির্মান করে । সড়কটি নির্মান হওয়ার পর বিভিন্ন সময়ে উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিস থেকে একাধিক ছোটো ছোটো প্রকল্পের মাধ্যমে এইচবিবি ও সিসি সড়ক নির্মান করা হয়েছিল । বর্তমানে এর বেশীরভাগ অংশ ভেঙ্গে গেছে । সড়কে বড় ছোটো গর্ত হয়েছে এবং ওই সড়কের প্রায় ১০ মিটার সিসি সড়ক একেবারে ভেঙ্গে ধ্বসে গেছে । সড়ক ধ্বসে যাওয়ায় গোজা স্বর্ণকার পাড়ার লোকজন চলাচলের জন্য নিজেদের টাকায় বাঁশের মাচাল দিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তার উপর দিয়ে চলাচল করছেন । গোজা স্বর্ণকার পাড়ার আমিরুল ইসলাম , মোতালেব হোসেন , মোন্নাফ , রবিউল ইসলাম , বেলাল হোসেন , আলী আশরাফ বলেন এক সময় পুরো স্বর্ণকার পাড়ার লোকজন সড়ক পথ না থাকায় বসতবাড়ীর উঠোন -আঙ্গিনার উপর দিয়ে চলাচল করতেন । পরে নিজেদের চলাচল সুবিধার জন্য ব্যক্তিগত জায়গা ছেড়ে দিয়ে সড়ক পথ নির্মান করেন । এখন সে সড়কের বেহাল দশায় চরম কষ্টে দুর্ভোগে চলাচল করতে হচ্ছে তাদের।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) গোজা গ্রামের আঃ বারিক বলেন প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস গোজা স্বর্ণকার পাড়া গ্রামের পুরো সড়ক পথ সিসি কিংবা হেরিং বোন সড়ক নির্মাণ করে দিলে জনসাধারণের চলাচলের সুবিধা হবে। আর জরুরীভাবে সড়কের ভেঙ্গে যাওয়া অংশ মেরামত করা দরকার বলে তিনি মনে করেন । স্থানীয়রা ভাঙ্গাংশে বাঁশের মাচাল পেরে তার উপর দিয়ে অনেক ঝুকি নিয়ে চলাচল করছেন । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন গোজা স্বর্ণকার পাড়ার সড়কের সমস্যা সমাধানে সরেজমিনে দেখে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া, সিরাজগঞ্জ