মানব দরদী ফরহাদ হোসেন’র ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত।
সিরাজগঞ্জের ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ২৮ বছর একটানা সফল চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মানব দরদী মরহুম ফরহাদ হোসেন’র ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, সকাল ৮টায় খোকশাবাড়ি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান।
বাদ আছর খলিশাকুড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার।
বক্তব্য রাখেন, মরহুমের ছোট ছেলে খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল, বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, খোকশাবাড়ি ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি ছোবাহান সরকার, হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ কপোত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগন্জ সরকারী কলেজের প্রভাষক আবদুর রাশেদ পাভেল।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।