উল্লাপাড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি শফি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও উল্লাপাড়া- সলঙ্গা আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।
সোমবার সকাল থেকে তার নিজ বাসা ও দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা প্রতিক দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীলীগের দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, অধ্যাপক ইদ্রিস আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক সহ অগণিত নেতা-কর্মীরা তাকে এ সময় নৌকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা নবনির্বাচিত এমপি শফিকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল শফি এ সময় বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। উল্লাপাড়ার মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৮/০১/২০২৪