সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে নৌকা মার্কায় বিজয় হয়েছে

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতিক প্রার্থীর বিজয় হয়েছে । একটি মাত্র আসনে স্বতন্ত্র প্রার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকিগুলোতে বিপুল ভোটে নৌকার নিরংকুশ বিজয় হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন সহকারী রিটার্নিং কার্যালয় থেকে পাওয়া ফলাফলে জানা যায় যে, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২’লাখ ৭৮’হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম লাঙ্গল ২ হাজার ১৩৯ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের মোছাঃ জান্নাত আরা হেনরী নৌকা প্রতিকে ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোঃ আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতিকে ৪’হাজার ৫৮০ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতিকে ১’লাখ ১৭’হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতিকে ৪৪’হাজার ৭০৮ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফি নৌকা প্রতিকে ২’লাখ ২০’হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক লাঙ্গল প্রতিকে ৭০৮৮ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মমিন মণ্ডল নৌকাকে ৭৭’হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতিকে ৭৩’হাজার ১৮৩ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগের চয়ন ইসলাম নৌকাকে ১’লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.