র্যাব-১২’র অভিযানে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় ৬ জন আসামি গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জয়ুারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ র্যাব—১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং—০২, তাং—০২/১১/২০২৩ খ্রি. ধারা—১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন কয়েকজন আসামি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন মহিষাপুরা বাজর এলাকায় এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১ নভেম্বর ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকা হতে ১৬.০০ ঘটিকা
পর্যন্ত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দিগ্ধ আসামি ১। মোঃ দুলাল হোসেন
(৫০), পিতা— মৃত— ফজর আলী খান, সাং—বান্ডিলা বাহাদুর, ২। মোঃ আইনুল হক (৫৮), পিতা— মৃত— মফিজ উদ্দিন খান, সাং—
চান্দাইকোনা, ৩। মোঃ আবু সামা সরকার (৫১), পিতা— মৃত— আমজাদ হোসেন, সাং—রৌদ্দপুর, ৪। মোঃ ইমতিয়াজ খোকন
(৫৩), পিতা— মৃত—জামশেদ আলী, সাং—বাঁকাই, ৫। মোঃ আবুল কালাম আজাদ (৫৩), পিতা— মৃত— আব্দুল মজিদ মুন্সি, সাং—
নলছিয়া (কাছারী ডাঙ্গা), ৬। মোঃ রাশেদুল হাসান (৪৭), পিতা— মতৃ — আবুল হোসেন শেখ, সাং—ভুঁইয়ট নিমগাছি, সর্ব থানা— রায়গঞ্জ, জেলা—সিরাজগঞ্জদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ৩১ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে ধৃত আসামিগণসহ আরও অন্যান্য আসামিগণ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন তবারীপাড়া হাইওয়ে রোডে অবস্থান করে পূর্বপরিকল্পিতভাবে অন্তর্ঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিংসহ হাতে লাঠি—সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং টা্র কে পেট্রোল ছিটিয়ে ১টি গম বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। উক্ত আসামিগণ বেআইনী জনতায় লবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমলূ ক কার্য সম্পানসহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ ট্রাকের মালিক মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা— মোঃ আবুল হোসেন, সাং—শালগ্রাম, থানা—আদমদীঘি, জেলা—বগুড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় উপরোল্লেখিত মামলা ায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিগণরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।