সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্প অবহিত করণসভা অনুষ্ঠিত

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অধীনে ‘জলবায়ু-অভিযোজিত আরবান এগ্রিকালচার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জ পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায়  সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত উক্ত সভার প্রধান অতিথি বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য  মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপি এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দীন খান, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) নুরুল হক,  (৩) শিখা খাতুন,  সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী এস.এম রবীন শীষ, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া, পৌরনির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম শাহ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলার  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  আনোয়ার সাদাত , সদর উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এসময়ে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, তাজউদ্দীন, রোমানা রেশমা,  ব্র‍্যাক ম্যানেজার ইনফরমেশন এন্ড টেকনোলজি মোঃ আবু সায়েম আরিফ, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রিজিওনাল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, আরবান এগ্রিকালচার প্রকল্প ব্র্যাক এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সকল কর্মীসহ অন্যান্য এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।