কামারখন্দে নির্বাচনী সীমানা বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনকে স্মারকলিপি
আমিরুল ইসলাম,কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ভৌগোলিক সীমানা বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রধান নির্বাচন কমিশন বরাবর ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলাবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৮ জনের স্বাক্ষরিত একটি কপি কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার কাছে হস্তান্তর করেন।
স্বাক্ষরিত ৮ জনের লিখিত স্মারকলিপির সূত্রে জানা যায়, বিগত নবম জাতীয় সংসদ নির্বাচন ৬৩ সিরাজগঞ্জ -২ নির্বাচনী এলাকায় কামারখন্দ উপজেলা সিরাজগঞ্জ সদর উপজেলার সাথে যুক্ত হওয়ায় শতভাগ বিদ্যুৎ, প্রায় শতভাগ রাস্তা পাকাকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৌত অবকাঠামোসহ শর্য্যা বৃদ্ধি, বেকারত্ব দূর করার জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ উপজেলার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু বেলকুচি উপজেলার সাথে যুক্ত থাকার সময় বেলকুচি উপজেলার উন্নয়ন হলেও কামারখন্দের উন্নয়ন হয়নি৷ এই জন্য উপজেলার ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার জন্য কামারখন্দ উপজেলাকে ৬৩ সিরাজগঞ্জ -২ (সিরাজগঞ্জ সদর- কামারখন্দ) রাখার জন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ বলেন, কামারখন্দ সীমানা বহাল রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদানের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। উপজেলাবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য কামারখন্দ উপজেলাকে ৬৩ সিরাজগঞ্জ -২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) রাখার জোড় দাবি জানাচ্ছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা স্মারক লিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।