কামারখন্দে বাঁশবাড়িয়া গ্রামে মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পের উনিশটিতেই দুইবছর ধরে ঝুলে থাকে তালা

 

আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ১০৬টি ঘরের মধ্যে বাঁশবাড়িয়া গ্রামের ২৬ টি ঘরের মধ্যে ১৯টি ঘরেই তালা ঝুলে থাকার অভিযোগ করেন স্থানীয়রা। ঘর বুঝে পাওয়ার দুই বছর অতিবাহিত হলেও এখনো ঘরে ওঠেনি উপকার ভোগী পরিবারগুলো বাকি সাতটি ঘরে যারা আশ্রয় নিয়েছেন তারা নিয়মিত ঘরে থাকলেও উনিশটি ঘরের মালিকেরা নিয়মিত থাকেনা বলে জানান বসবাসকারীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে রায়দৌলতপুর ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চরবাঁশবাড়িয়া গ্রামে ৮০টি এবং বাঁশবাড়িয়া গ্রামের ২৬টি নিয়ে এ পর্যন্ত এই ইউনিয়নে মোট ১০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ করে খাসজমি বন্দোবস্ত দিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার ভোরে বাঁশবাড়িয়া গ্রামে আশ্রয়ন-২ প্রকল্প ঘুরে দেখা যায় , এই গ্রামের আধা কিলোমিটারের মধ্যে ৪টি ভিন্ন ভিন্ন জায়গায় (১৬টি+৪টি+৪টি+২টি) করে আশ্রয়ণের মোট ২৬টি ঘর নির্মাণ করা হয়েছে। এই ২৬টি ঘরের মধ্যে ১৯টি ঘরের কোনো ঘরেই বরাদ্দ প্রাপ্ত পরিবারের দেখা মেলেনি। বেশীরভাগ ঘরেই তালা ঝুলছে। ঘরে বসবাস না করায় জরাজীর্ণ অবস্থা ঘরের চারপাশ এলাকা। এলাকাবাসী জানান গত দুই বছর ধরে বাঁশবাড়িয়া গ্রামে ২৬টি ঘরের মধ্যে ১৯টি ঘরেই তালা ঝুলে থাকে। সেখানে কেউ বসবাস করেন না।

২০২১ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপকারভোগী এসব পরিবারের হাতে ঘরের চাবিসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে উপজেলা প্রশাসন। তবে, ঘর বুঝে পাওয়ার দুই বছরেও রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম এলাকার ২৬টি ঘরে মধ্যে ১৯টি ঘরে এখনো স্থায়ীভাবে বসবাস করছেন না বরাদ্দপ্রাপ্ত উপকারভোগীরা। প্রথম থেকেই তালাবদ্ধ আছে বলেও জানান আশ্রয়ণে বসবাসরত বাসিন্দারা।

আশ্রয়নে বরাদ্দ প্রাপ্ত পরিবার সাবিনা বলেন, এখানে চারটি ঘরে বাঁশবাড়িয়া, জামতৈল, ধলেশ্বরের চারজন মহিলাকে দেয়া হলেও আমি ছাড়া আর কেহই কোনো ঘরে থাকেন না। ৫০ফিট দূরে ছয়টি ঘরে কোন পরিবার না পেয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঐখানেও কেউ থাকেন না বলে জানান এবং তিনি এই চারটি ঘরে আসার কোনো রাস্তা নেই বলেন। কোথায় দিয়ে আপনি যাতায়াত করেন জানতে চাইলে তিনি বলেন আমি মেয়ে মানুষ তাই সামনের এক হুজুরের বাড়ীর ভিতর দিয়ে যাওয়া আসা করি। আমার পরিবার থাকলে হয়তো যাওয়া আসা করতে পারতাম না। তিনি সরকারের কাছে একটি রাস্তার জন্য জোর দাবি করেন।

আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ প্রাপ্ত বসবাসরত আবদুল্লাহ জানান, আমি স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে এখানে বাস করি। এখানে বেশিরভাগ ঘরেই কোন পরিবার থাকেন না । যারা ঘর পেয়েছেন তারা কখনো এসে খোঁজ নেন না। এমনকি সরকারের কোন লোকও এসে আমাদের খোঁজখবর নেন না।

এ ছাড়াও আশ্রয়ণে ঘর বরাদ্দ পাওয়া উত্তম কুমার বলেন, এই গ্রামে যে কয়েকটা ঘর সরকার করে দিয়েছেন বেশীরভাগ ঘরের পরিবাররা এখানে থাকেন না। অনেকেই ঘরের চাবি বুঝে পাওয়ার পর গত দুই বছরের মধ্যে কোনো খোঁজও নেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, ‘আমি এই ব্যাপারে কিছু তথ্য পেয়েছি । কিছু পরিবার ঢাকায় গার্মেন্টসে কাজ করে তাদের ঐখানে ঘর আছে। তারা যদি কাজের জন্য বাইরে থাকে তাহলে তাদের ঘর আমরা বাতিল করবো না। আবার কিছু পরিবার এখনো তাদের আগের জায়গায় থাকে সেগুলো আমরা বাতিল করার প্রক্রিয়ায় আছি জেলা প্রশাসকের কার্যালয় থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা রেজুলেশন করে পাঠিয়ে বরাদ্দ গুলো বাতিল করে দেব। কিছু পরিবার যাতায়াতের কোনো কোনো রাস্তা নেই জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আসেপাশে সরকারের কোনো জায়গা নেই।তাই আমরা রাস্তা করে দিতে পারিনি। আসেপাশের পরিবারগুলি যেভাবে ক্ষেতের আইল দিয়ে চলাফেরা করে ওনাদেরকেও সেভাবে চলাফেরা করতে হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.