জামতৈল রেলস্টেশনে ফুটওভারব্রিজ থাকলেও বাড়ছে প্রতিনিয়ত দূর্ঘটনায়
আমিরুল ইসলাম কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে জনসাধারনকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে দুর্ঘটনায়। মুজিব বর্ষ উপলক্ষে পশ্চিমাঞ্চলে ২৬টি মডেল স্টেশনের ঘোষণা দেয় বাংলাদেশ রেলমন্ত্রনালয়। তার মধ্যে একটি জামতৈল রেলওয়ে স্টেশন । ইতিমধ্যেই মডেল স্টেশনের কাজ বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। বেশ কিছু কাজ এখন দৃশ্যমান। বিশেষ করে ট্রেন থেকে উঠা নামার জন্য আগের প্ল্যাটফর্মটি ছিল তুলনামূলক নিচু এবার সেটা ট্রেনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য উঁচু করা হয়। নতুন করে ২নং এবং ৩নং লাইনের মাঝখান দিয়ে ৪ফুটের একটি মিনি প্লাটফরম যুক্ত হওয়ার কারণে পথচারী এবং যাত্রীসাধারণের নিজ দিয়ে যাতায়াত কষ্টকর হয়ে পরে। জনসাধারণের যাত্রীসাধারণের জন্য পুর্ব বাজার অথবা মেইন প্লাটফর্ম থেকে পশ্চিম বাজারে যাওয়া আসা করার জন্য ফুটওভারব্রিজ থাকলেও অনেকেই সেটা ব্যবহারে আগ্রহী নয়। যার জন্যই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যার ফলে গত একমাসে প্রতিবন্ধী যুবক, দাদা-নাতিসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে।
ঢাকাগামী যাত্রী মোঃ আব্দুল করিম কে, ফুটওভার ব্রিজ ব্যবহার করে মেইন প্লাটফর্মে না এসে নিচ দিয়ে কেন আসলেন প্রশ্ন করলে তিনি বলেন, বাবা আমি অত উঁচু দিয়ে উঠতে পারব না আমার ভয় লাগে, তাই কষ্ট হলেও নিচ দিয়ে আস্তে আস্তে এসেছি!
স্থানীয় বিশিষ্টজনদের মতে, যদি পশ্চিম বাজারের থেকে স্টেশনের ভেতরে অথবা পুর্ববাজারে ঢোকার রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে জনসাধারণ এবং যাত্রীসাধারণ সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করে পূর্ব বাজার অথবা স্টেশনের মেইন প্ল্যাটফর্ম নামতে পারবে তাহলে আমাদের জন্য এটা ভালো হয় এবং এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাবো। আবার কেউ বলেন তাহলে মাঝখানের যে মিনি প্লাটফর্মটি আছে সেটা কিভাবে ব্যবহার করবেন যাত্রীসাধারণ।
স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালামকে পারাপারের সময় জিজ্ঞেস করলে তিনি বলেন, অত কথা বলতে পারবোনা ব্রিজ ব্যবহার করা মেলা কষ্ট, এখান দিয়ে সহজেই যাওয়া যায়। আরেকজন বলেন, উঁচু নিচু আমাদের উঠতে কোনো সমস্যা হয় না । কলেজ ছাত্রী এক কিশোরী বলেন, একটু উঠতে হয় আবার নামতে হয় তাছাড়া কোন সমস্যা নাই যতদিন আছি আমরা এভাবেই যাব । গত একমাসে তিনজনের মৃত্যুর ঘটনায় একজন বলেন, উনাদের হায়াত নাই তাই চলে গেছে। তাছাড়া আমরা ছোটবেলা থেকে যাতায়াত করি আমাদের তো কোনো সমস্যা হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনের উপর দিয়ে পূর্ব বাজার থেকে পশ্চিমে বাজারে যাওয়ার জন্য অনেক মানুষ, ছোট-বড়, বয়স্ক বৃদ্ধ, নারী , পুরুষ কেউ কারো হাত ধরে স্টেশন থেকে নিচে নামছে আবার হাত ধরে উপরে উঠছে বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে উপরে উঠছে আবার কোলে নিয়ে নিচে নামাছে যাহা প্রতিনিয়ত দুর্ঘটনার অন্যতম কারণ।
কর্তব্যরত স্টেশন মাস্টার মোঃ শিপন আহমেদ জানান, জামতৈল রেলস্টেশনটি আগে থেকে অনেক ভিন্নতা রয়েছে দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য জনসাধারণকে এবং যাত্রীসাধারণকে বলা হলেও অনেকেই আমাদের কথা শোনেন না যার ফলে এই দুর্ঘটনা ঘটে ।