সিরাজগঞ্জে ভোগান্তির বন্যায় মাছ ধরায় আনন্দ
মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে গত কদিনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলার পাঁচটি উপজেলার অন্তত অর্ধ লাখ মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যার পানিতে ফসলী জমি, ঘর-বাড়ি ডুবে গেলেও জেলেদের সঙ্গে শখের বশে সাধারণ মানুষ জাল নিয়ে ব্যস্ত হওয়ায় শুরু হয়েছে মাছ ধরার উৎসব।
গত কয়েক দিনের বন্যায় অনেক পুকুরের চাষ করা সব মাছ বের হয়ে গেছে। নিম্নাঞ্চলের মাছ চাষিদের সবার একই অবস্থা।পানি বৃদ্ধির ফলে পুকুর,ডোবা,নালা সহ মাছের ঘেরগুলো আবারও তলিয়ে একাকার হওয়ায় কর্মহীন মানুষদের মাঝে এখন বর্ষার পানিতে মাছ মারার ধুম পড়েছে।
বন্যার পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। এ সময় সবাই ভোগান্তিতে থাকলেও শুধু মাছ ধরার মাঝে সবাই একটু নির্মল আনন্দ খুঁজে পায়। তাই এলাকার ছোট বড় সবাই রাস্তার পাড়ে, ছোট বড় খাল বিলে মাছ ধরার উৎসবে মেতেছে।’
এতে তাদের কিছু বেচাকেনা বেড়েছে। তবে জেলে পাড়ার জেলেদের চেয়ে মাছ ধরতে সাধারণ মানুষই বেশি মেতেছে।’
বাড়ির আশেপাশে বড়শি, ধিয়াল,চাঁই,বড় খরা,কাটা খরা,দোয়াইড় সহ মাছ ধরার উপকরণ পাতলেই মাছ ধরা পড়ছে নানা প্রজাতির ছোট বড় মাছ। বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় চলছে যেন মাছ মারার উৎসব।সাধারণ জেলেরা আয় বৃদ্ধি আর অন্যদের মৎস্য শিকারীদের জন্য তা আনন্দের হলেও মাছের খামারিদের জন্য তা কষ্টের।
এসব মাছ ধরছে শিশু-কিশোরসহ নানা বয়সী বানভাসি মানুষের একটা অংশ। তারা দিন-রাতের সিংহভাগ সময় কাটিয়ে দিচ্ছেন পানিতে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও যমুনার তীবরর্তীসহ বিভিন্ন এলাকায় সারিবদ্দভাবে ফেলে রাখা হয়েছে ঝিটকি বা ভর জাল ফেলে মাছ ধরছেন। শিশুরা পানিতে ডুবে ডুবে মাছ ধরছে।
জেলার বন্যা আক্রান্ত বিভিন্ন এলাকা ঘুরে বানভাসি মানুষের মাছ ধরার এমন কর্মযজ্ঞতার দৃশ্য নজর কাড়ে। ঝিটকি, ভর জাল ও পেলা জালে মাছ ধরতে দেখা যায় বানভাসি মানুষকে। বিশেষ কায়দায় বানানো হয় এসব জাল।
মাছ খুব বেশি না পেলেও যা পাচ্ছেন তাতেই যথেষ্ট। এসব জালে পুঁটি, টেংরা, মোয়া, শোল, ছোট ছোট বোয়াল, কাতল, গোলসা, গোচইসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ ধরা পড়ে। এসব মাছ পাঁচ মিশালী হিসেবে পরিচিত। পরে এসব মাছ তারা বাজারে বিক্রি করেন। আবার কেউ কেউ কিছু মাছ খাবার জন্য রেখে দেন।
সদর উপজেলার পাঁচঠাকুরী, যমুনার পাড়,তাড়াশের মান্নান নগর তাড়াশ বাজার,কাজিপুরের নাটুয়ারপাড়া হাট,বেলকুচির দৌলতপুর বাজার,এনায়েতপুরের নদী পাড়ের বাজার, ছাড়াও বন্যা দুর্গত এলাকার আশ পাশের হাট বাজার গুলিতে সকালে ও বিকাল বেলা কেনাবেচা করছে মানুষ। অনেকে আবার শখ করে বারো মিশাইলি পছন্দসই কিনে বাড়ী নিযে যাচ্ছেন।এ সকল মাছ বিক্রিতে ভাল দাম পাওয়ায় মাছ মারায় আগ্রহের কমতি নাই।