উল্লাপাড়ায় হারিয়ে যাওয়া নদী পুনঃ খনন কাজে মুখ থুবড়ে পড়ার উপক্রম
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাখা নদীগুলোর উৎসে দীর্ঘ দিন যাবৎ পানি প্রবাহ না থাকায় ,নদী গুলো নাব্যতা হারিয়ে ফেলে । কৃষি কাজে ব্যাপক হারে গভীর নলকুপ ব্যবহার হওয়ায় ভুগর্ভস্থ পানির স্তর আশংকাজনক হারে নীচে নেমে যায় । এতে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বিরূপ প্রভাব পড়ছে জলবায়ুতে। ওই সকল সমস্যা থেকে উৎতরণের লক্ষে উপজেলার হারিয়ে যাওয়া নদীগুলোর পুনঃ খনন কাজ জরুরি হয়ে পড়ে । কৃষি ও জলবায়ু উন্নয়নে সরকারের গৃহিত দেশের ৬৫ জেলার অভ্যান্তরিণ নদী, খাল ও জলাশয় পুনঃ খনন প্রকল্পের আওতায় উল্লাপাড়ার করতোয়া নদীর শাখা ফুলজোর নদীর কুঠিবাড়ী হতে উল্লাপাড়া পৌর শহরের ভীতর দিয়ে শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু পর্যন্ত সাড়ে ২৬ কিঃমিঃ নদী পুনঃ খননের জন্য ৩ টি প্যাকেজের মাধ্যমে গত ১৬ নভেম্বর টেন্ডা আহবান করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড । এতে অংশ গ্রহণ করে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান । যাচাই বাছাইয়ের পর ৩ টি প্যাকেজের মধ্যে নদীর উৎস থেকে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার নদী পুনঃ খনন কাজ পেয়েছে মেসার্স এ এস কনস্ট্রাকশন, ৬ কোটি ৪ লাখ টাকা ব্যয় ১১ কিলোমিটার নদী পুনঃ খনন কাজ পেয়েছে মেসার্স নুনা ট্রেডার্স এবং ৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১০ কিলোমিটার নদী পুনঃ খনন কাজ পেয়েছে মোঃ নূর হোসেন । ট্রেন্ডার প্রক্রিয়া শেষে গত ২৫ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো কাজের কার্যাদেশ পেয়ে হারিয়ে যাওয়া নদীর পুনঃ খননের কাজ শুরু করেছে । নদীর উৎস মুখের প্যাকেজটি ভুমি যটিলতার কারণে পুনঃ খনন কাজ শুরু করেও থমকে গেছে । তবে নদী খনন প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্র এলাকার পানি অবাধ প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা সহজতর হবে । দুটি প্যাকেজের কাজ দ্রুত চললেও নদীর উৎস ভাগের প্যাকেজটির কাজ বাধার করণে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে । ওই প্যাকেজের ৫ কিলোমিটার নদীর মধ্যে উল্লাপাড়া শহর অংশে দেড় কিলোমিটারে নদীর কোনো অস্থিত্যই নেই । ওই দেড় কিলোমিটারের মধ্যে ব্যক্তি মালিকানা ও সড়ক বিভাগের জায়গা রয়েছে । সেখানে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানায় বহুতল ভবন ও সড়ক বিভাগের দুটি মহাসড়ক । নদী খনন করতে এলে জায়গার মালিকগন বাধা প্রদান করে এবং তাদের রেকর্ড ভুক্ত জমি দাবি করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন । জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কে নির্দেশ দেন । উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ নাহিূ হাসান খান সরজমিনে মাপঝোঁক করে উল্লাপাড়া ওভার ব্রীজের নীচ থেকে পশ্চিম দিকে দেড় কিলোমিটার এর মধ্যে নদী ও পানি উন্নয়ন বোর্ডের জায়গার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি বলে জানান । সিরাজগঞ্জ বাপাউবোর উল্লাপাড়া পওর উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে শহীদুল আলম জানান, জায়গা না থাকলেও উল্লেখিত স্থান দিয়ে পানি প্রবাহের নিদর্শন ছিলো বলেই ট্রেন্ডারের মাধ্যমে নদী পুনঃ খননের কাজ শুরু করা হয়েছে । এলাকার প্রবীণদের অনেকেরই কথায় অতীতে নদীটিতে বর্ষাকালে অবাধ পানি প্রবাহ হতো এবং সহজ পানি নিস্কাশন ব্যাবস্থা ছিল। সময়ের আবর্তে নদীটি প্রায় ভরাট হয়ে যায়। ভরাট হওয়ার কারণে শহরের অনেকাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয় । শহরের পানি নিস্কাশনের প্রয়োজনে ও জলবায়ুতে বিরুপ প্রভাব এরাতে শহরের ভিতর দিয়ে নদী পুনঃ খনন প্রয়োজন হয়ে পড়ে । যে অংশ বাধাগ্রস্ত হয়েছে তার কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । উল্লাপাড়া উপজেলা সদরের পূর্বপাশের করতোয়া নদীর শাখা ফুলজোর নদীর উৎসমুখ থেকে শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু পর্যন্ত প্রায় সাড়ে ২৬ কিলোমিটার দীর্ঘ নদী পুনঃখনন প্রকল্পে ১৫.০২ কোটি টাকা বরাদ্দ হয় । নদীটি পৌর শহরের মাঝ দিয়ে খালিয়াপাড়া, ভট্রকাওয়াক, বজ্রাপুর, চাঁদপুর, মনোহরা, ভৈরব হয়ে শাহজাদপুরের চর আঙ্গারু দিয়ে প্রবাহিত হয়েছে । এটি পুনঃখননের কাজ যথাযথ নিয়মে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে । উপজেলার মনোহরা এলাকায় শুক্রবার বিকেলে সরজমিনে ২নং প্যাকেজে গিয়ে দেখা যায় সেখানে ৮ টি এসকেভেটর মেশিনে নদীটির পুনঃখনন কাজ করা হচ্ছে । এলাকা বাসী জানায় নদীর উৎস মুখ বন্ধ রেখে খনন কাজ কোনো কাজে আসবে না । তবে বাধাগ্রস্থ জায়গা এ্যাকোয়ার(হুকুম দখল) করে নদী পুনঃ খনন করে প্রকল্পটি বাস্তবায়ন করা দরকার । প্রকল্পটি বাস্তবায়ন হলে অবাধে পানি প্রবাহ এবং পানি নিস্কাশন ব্যবস্থা সহজ হবে । নদী তার নাব্যতা ফিরিয়ে পাবে । ভূগর্ভস্থ পানির স্তর উপরে উঠে আসবে । এতে করে কৃষিতে ব্যাপক উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলবায়ুতে বিরুপ প্রভাব দুর হবে ।
