বিনা মূল্যে কৃত্রিম পা লাগানোর সুযোগ
যদি কারো পরিচিত কেউ থাকে যে তার হাটূর উপরে অথবা নিচে দিকে পা কাটা আছে,তাকে অবশ্যই পঙ্গু হাস্পাতালের ৩য়তলায় (শ্যামলি,ঢাকা) এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে কৃত্রিম পা লাগানো হবে। বিদেশ থেকে এক্সপার্টরা আসছেন। তারা ১৫দিনের মতো থাকবে। যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে আজকেই চলে আসুন। এই সেবাটি সম্পুর্ন বিনামূল্য প্রদান করা হবে। ১৫ই_অক্টোবর পর্যন্ত থাকতে পারেন উনারা।
তাই যত দ্রুত সম্ভব সেখানে যোগাযোগ করুন। একজন শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ কে সহযোগীতা করতে পোষ্টটি শেয়ার করুন (কপি পোষ্ঠ করলে সবচেয়ে ভাল হয়) । আপনি অন্তত সঠিক ব্যাক্তির কাছে পৌঁছাতে সবাইকে জানিয়ে দেয়ার কাজটি করুন । বিস্তারিত জানতে কল করতে পারেন – 02-9112150
সংগৃহীত