সিরাজগঞ্জের প্রাচীনতম পৌর রহমতগঞ্জ কবরস্হানের বাউন্ডারী ওয়াল কাজের শুভ উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরএলাকার প্রাচীনতম পৌর রহমতগঞ্জ কবরস্হানের পশ্চিমাংশের বাউন্ডারী ওয়ালের কাজের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ওপ্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ওই কাজের উদ্বোধনকালে উপস্হিত ছিলেন, পৌর প্যানেল মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, পৌর কাউন্সিলর শাহাদাৎ হোসেন, পৌর কবরস্থান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফেয আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম আম্বিয়া তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী নূরনবী সরকার, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, আশরাফ আলী, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান গ্যাস ট্রেডার্স, রহমতগঞ্জ, সিরাজগঞ্জ। এর স্বত্বাধিকার তৌহিদুল হাসান খান শামীম সহ এলাকার গনমান্যব্যক্তিদের অনেকে।