সিরাজগঞ্জে’র সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের ২৪তম মৃত্যু পালন ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ 

মাওলানা আব্দুল  হামিদ খান ভাষানী’র ঘনিষ্ঠ সহচর,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা মোরাদুজ্জামানের  ২৪তম মৃত্যুবার্ষিকী বৃৃৃৃহস্পতি বার (১৮জুুুুলাই-২০১৯) উপলক্ষে  মরহুম মির্জা  মোরাদুজ্জামান স্মৃতি পরিষদ – সিরাজগঞ্জ ও জেলা বিএনপি  নানা কর্মসসূচী পালন করেছে।     

এ উপলক্ষে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ সিরাজগঞ্জের আয়োজনে,  সকাল ৮টায় মালশাপাড়া কবরস্থানে কোরআনখানি, কবর জিয়ারত ও বাদ আছর মরহুমের ধানবান্ধিস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, মরহুম মির্জা মোরদুজ্জামান স্মৃতি পরিষদের আহবায়ক রহমত উল্লা আইয়ুুুব। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয়য় সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, কেন্দ্রীয়  বিএনপি’র  নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক    মেয়র এ্যাডঃ মোকাদ্দেস আলী, ও বিএনপি’র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুদার রানা, মুক্তিযোদ্ধা আজিজুুর রহমান দুুুলাল, যুগ্ন-সাধারন সম্পাদক ও বিশিষ্ট  সাংবাদিক হারুন -অর রশিদ খান হাসান, জেলা বিএনপি’র নেতা আলমগীর হোসেন জুয়েল, এ্যাডঃ মীর রুহুল আমিন বাবু, আসলাম পারভেজ,জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সিপিবি’র সাধারণ সম্পাদক ও কামারখন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুুজ, মরহুমের জৈষ্ঠ্যপূত্র ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। এসময় অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্হিত ছিলেন। 

সন্ধ্যায় জেলা বিএনপি’র আয়োজনে, শহরের ই,বি রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে  মরহুমের স্মরণ সভায় দোয়া ও আলোচনা করা হয়েছে। প্রসঙ্গতঃ সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিক মির্জা মোরাদুজ্জামান ৫২’র ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিড়ি-শ্রমিকদের সংগঠন ও রিক্সা-টমটম গাড়ি শ্রমিকদের সংগঠিত করে দুটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে পাকিস্তানী শামরিক শাসক আইয়ুব খানের আমলে বিড়ি শ্রমিকদের সংগঠিত করে তাদের বাঁচার দাবী পাট-সমৃদ্ধ সিরাজগঞ্জে জুটমিল প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন। আন্দোলনের তীব্রতা দেখে পূর্ব পাকিস্তানের গর্ভনর জেনারেল আজম খান সিরাজগঞ্জে আসেন এবং নেতৃবৃন্দের সাথে আলোচনার পর জুট মিল প্রতিষ্ঠা করেন। এতে সিরাজগঞ্জের বহু দরিদ্র বিড়ি শ্রমিক ওই মিলে চাকরি পান। ১৯৬৩ সালে কওমী জুট মিল শ্রমিকদের সংগঠিত করে কওমী মজদুর ইউনিয়নও গঠন করেন। ১৯৬৪ সালে কওমী শ্রমিক নেতৃবৃন্দ কারাগারে গেলে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এভাবেই তিনি সিরাজগঞ্জের খাটে খাওয়া মেহনতি মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠা পান। এ সময় সম্মিলিত বিরোধীদলের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুলভোটে সদস্য নির্বাচিত হন এবং কাওয়াকোলা ইউনিয়নের বিডি মেম্বর নির্বাচিত হন। ১৯৬৭ সালে আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্ণর মোনায়েম খান বিরোধী শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে মির্জা মোরাদুজ্জামানমহ ১৭ জন নেতাকর্মী গ্রেফতার হন। দীর্ঘ ১১ মাস কারাভোগ করে মুক্তি পাবার পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। মির্জা মোরাদুজ্জামান বাঙালির অকুতোভয় জাতীয় নেতা মওলানা ভাসানীর রাজনীতিকে উর্ধ্বে তুলে ধরে তার আদর্শের অনুসারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি মওলানা ভাসানী প্রতিষ্ঠিতি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিরাজগঞ্জ মহুকুমা শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানী শাসকগোষ্ঠী নিরীহ বাঙালিদের উপর নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠে। পাকিস্তানী বর্বরতার বিরুদ্ধে মির্জা মোরাদুজ্জামান মওলানা ভাসানীর সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বর্হিবিশ্বের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টির জন্য ভারতে চলে যান। ১৯৭৬ সালে মওলানা ভাসানীর মৃত্যুর পর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠনের উদ্যোগ গ্রহণ করলে মির্জা মোরাদুজ্জামান বিএনপি গঠনে ওতোপ্রতোভাবে জড়িয়ে পড়েন এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় নির্বাহী আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। এবং সিরাজগঞ্জ মহুকুমা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  ১৯৮৪ সালে সিরাজগঞ্জ জেলা ঘোষণা করা হলে তিনি জেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করেন। মির্জা মোরাদুজ্জামান ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-২ সদর আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য থাকাকালে তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টি বোর্ডের সদস্য, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে মির্জা মেরাদুজ্জামান অন্যান্য জনপ্রতিনিধিদের চাইতে আলাদা বৈশিষ্ট্যমন্ডিত ছিলেন। তিনি সৎ, দায়িত্ববান এবং নির্ভরযোগ্য ব্যক্তি আর স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী ছিলেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ আবাল-বৃদ্ধ-বণিতা তার কাছে অবাধে যেতেন এবং তাদের মানুষের দু:খ-কষ্টের কথা, সমস্যার কথা অকপটে বলতেন। যে কারণে তিনি সিরাজগঞ্জের দলমত নির্বিশেষে সবার প্রিয় ‘মুরাদ ভাই’ হিসেবে পরিচিত পেয়েছিলেন। মির্জা মোরাদুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় সিরাজগঞ্জ সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর, অনার্স-মাষ্টাস কোর্স চালু, বাণিজ্য ভবন, ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ, ভাসানী ডিগ্রী কলেজ, যমুনা ডিগ্রী কলেজ, শিমলা ডিগ্রী কলেজ, বাগবাটি ডিগ্রী কলেজ এমপিওভুক্ত করেন, শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম, সদর হাসপাতাল আধুনিকীকরণ, নার্সিং ট্রেনিং ইন্সষ্টিটিউট প্রতিষ্ঠা, সিরাজগঞ্জ বার ভবন ও যমুনা বহুমুখী সেতু নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর আমলে নির্মিত স্কুল, কলেজ, মসজিদ-মাদরাসা, কবরস্থান, মন্দির, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

মরহুম মির্জা মেরাদুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সম্মানে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য ভবনকে মির্জা মেরাদুজ্জামান ভবন, সিরাজগঞ্জ সদর হাসপাতালে সম্প্রসারিত ভবনকে মির্জা মেরাদুজ্জামান ভবন, সিরাজগঞ্জ আন্তঃজেলা বাস টার্মিনালকে মির্জা মোরাদুজ্জামান বাস টার্মিনার, সিরাজগঞ্জ পৌরসভা ও ইউনিয়নের দুটি রাস্তা ‘মির্জা মোরাদুজ্জামান সড়ক’ হিসেবে নামকরণ করা হয়। ১৯৯৫ সালের ১৮ জুলাই ভোরে সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় নেতা মির্জা মোরাদুজ্জামান মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.