ধর্ষণের পর হত্যা করা হয় সাত বছরের সায়মাকে
রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণের পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ভবনেরই অন্য তলায় থাকত সায়মা।
আজ শনিবার দুপুর দুইটার দিকে শিশু সায়মার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
শিশুটিকে ধর্ষণের পরে তার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। সোহেল মাহমুদ আরও বলেন, ময়নাতদন্তে তার যৌনাঙ্গে ক্ষত চিহ্ন, মুখে রক্ত ও আঘাতের চিহ্ন, ঠোঁটে কামরের দাগ দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
সোহেল মাহমুদ বলেন, তার ‘হাই ভ্যাজাইনাল সয়াব’ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে।
এ ঘটনায় শিশুটির বাবা ওয়ারী থানায় মামলা করেছেন। মামলার নম্বর ৪। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সূত্র ঃ কালের কন্ঠ