প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা ও নিষ্ঠাবান হয়ে জনগনের সেবা করে যাব-তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

তথ্য মন্ত্রানালয়ে’র প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান(এমপি) বলেছেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা ও নিষ্ঠাবান হয়ে জনগনের সেবা করে যাব। মন্ত্রীসভার পদযাত্রায় মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা তার প্রথম যে শব্দটা উচ্চারন করেছেন সততা এবং নিষ্ঠা এ দুইটা যোগ্যতা প্রমান করবে মন্ত্রীরা।এ সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকারের চ্যালেঞ্জকে সু-শাষন প্রতিষ্ঠা ও দূনিীতি দমন করা।

শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে
বীরমুক্তিযোদ্ধাদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এড মতিয়র রহমান তালুকদারের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেছেন,আমি ভাগ্যবান,আমি অহংকার বোধ করি,আমি মাথা উচুঁ করে কথা বলি, আমি গর্ব অনুভব করি কারন আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি কখনো ঐ জামাত-বিএনপি ও রাজাকারদের সাথে আপোষ হবো না। যতদিন বেচে থাকবো ততদিন মুক্তিযোদ্ধাদের সেবা করে যাবো। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল, নির্যাতিত মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন একাত্তরের দালালরা কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

মতবিনিময় সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল
হোসেন সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন-সাংগঠনিক কমান্ডার আব্দুল হামিদ।এ সময় বীর প্রতীক আব্দুল হাকিম,সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ সহ সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.