সংবর্ধনায় হাজার হাজার মানুষকে কাঁদলেন স্বাস্থ্য-প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি ঃ
নতুন মেয়াদে মন্ত্রী পরিষদ গঠনের পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিজ জেলা জামালপুর জেলা আওয়ামী লীগের এক বিশাল সংবর্ধনা সভায় নিজে কাঁদলেন এবং উপস্থিত হাজারো মানুষকে কাঁদালেন স্বাস্থ্য-প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান এমপি । জামালপুর -৪ আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এবার স্বাস্থ্য-প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এবং জেলার পাঁচটি সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্যদের শনিবার বিশাল গণ-সংর্বধনা আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ। তার বাবা মরহুম এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও নির্যাতনের কথা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মমভাবে হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগাআপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্যদের গণ-সংর্বধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তৃতাকালে তিনি মন্ত্রিত্বের সম্মান জামালপুরবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের উৎর্সগ করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক গুরু-শিক্ষক যার হাত ধরে রাজনীতিতে এসেছি তিনি আমার বড় ভাই জামালপুরের উন্নয়নের রূপকার মির্জা আজম। তাঁর সঙ্গে আমার সম্পর্কের কোন খাদ না্ই। এই সম্পর্ক নিখুঁত। তার জন্য আমি এমপি হয়েছি, মন্ত্রিত্ব পেয়েছি।তিনি বলেন, ইতিহাসের রেকর্ড ভঙ্গ করে উন্নয়নের যে ধারা সৃষ্টি হয়েছে মির্জা আজমের নেতৃত্বে আগামী পাঁচ বছর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার করেন ডা. মুরাদ হাসান এমপি। স্বাস্থ্য-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের একনজর দেখার জন্য বেলা ১১টা বাজতে না বাজতেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আবাল, বৃদ্ধ, বনিতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কলেজ মাঠ। প্রিয় জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানাতে ফুল নিয়ে উপস্থিত হয় জেলা, উপজেলার আওয়ামী লীগ ও সরিষাবাড়ী প্রেস ক্লাব ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় মোড়ানো ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। ফুলেল শুভেচ্ছার পর বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধারা এদেশকে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছেন। কিন্তু সেই মুক্তিযোদ্ধারা এই সোনার বাংলা দেখে যেতে পারেনি। তাই জাতি হিসেবে আমরা অনেক ঋণী। একটি সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে আমাদের সেই ঋণ পরিশোধ করতে হবে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে গণ সংধর্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোজাফফর হোসেন এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। মির্জা আজম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দায়িত্ব নিয়েছেন। তার প্রতি দেশের মানুষ বিশ্বাস ও আস্থা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিই স্বপ্ন- বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। অসুস্থতার কারণে সংবর্ধনায় যোগদান করতে পারেননি জামালপুর-১বকশিগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কামাল আজাদ। জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান মিজান ও দপ্তর সম্পাদক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু’র পরিচালনায় আরোও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি নিহাদুল আলম নিহাদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা,জেলা তাঁতীলীগের আহবায়ক বদরুদ্দোজা পিএফ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা যুবলীগ সভাপতি রাজন সাহা রাজু,জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমূখ।