উল্লাপাড়ায় সড়কের সংস্কার কাজ মাঝপথে মুখথুপরে পড়ায় জনদুর্ভোগ চরমে
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৮.২৩০ কিলোমিটার রাস্তার চলমান সংস্কার কাজ লাগাতার বৃষ্টির কারণে মাঝপথে এসে মুখথুপরে পড়েছে । এতে দুটি উপজেলার প্রায় ২ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর জিসি-তালগাছি জিসি প্রশস্থ করণ সহ পুনঃবাসন কাজ ট্রেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮.২৩০কি.মি. সড়কের কাজ পেয়ে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স লিঃ ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত ২৪/১০/২০২৪ ইং তারিখে কাজ শুরু করেন এবং কাজ শেষ হবে আগামী ০১/০৯/২০২৫ ইং তারিখে । সড়কের সংস্কার কাজ চলমান থাকা অবস্থায় গত মে মাসের শেষের দিকে এসে লাগাতার বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে যায় । এর পর আর কাজ শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান । ফলে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যম মোহনপুর থেকে তালগাছি পর্যন্ত সড়কটি খানা-খন্দে ভরপুরে বর্তমানে চরম বেহাল অবস্থায় পড়ে আছে । সড়কের সংস্কার কাজ শুরু হওয়ার পর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হলেও বিগত কিছু দিন ধরে কোনও রকম কার্যক্রম নেই, নেই কোনো কর্তৃপক্ষের তদারকি।
চলতি এই বর্ষা মৌসুমে সড়কের দুরবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে। এটু বৃষ্টি হলে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট খাল বা পুকুরের মতো দৃশ্য তৈরি হয়। এ অবস্থার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন পথচারীরা। পাশাপাশি ছোট যানবাহন থেকে শুরু করে জরুরি অ্যাম্বুলেন্স বা স্কুল ভ্যান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দূর্গানগর, কয়ড়া, মোহনপুর, বড়পাঙ্গাশী, উধুনিয়া ইউনিয়নের ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বহু স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, চাকরিজীবী, চিকিৎসক ও কর্মজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন । জরুরি অবস্থায় রোগী নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স ।
স্কুল ছাত্র রায়হান, কলেজ ছাত্র জিকো জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যেতে হয় খানা-খন্দে ভরপুর এই সড়কটি দিয়ে। কাদাপানি দেখে ভয় লাগে । কখন যে গাড়ি উল্টে পড়ে যাই বা অন্য গাড়ির চাকার পানি গায়ে এসে পড়ে সেটা বলা মুশকিল । তবে মাঝে মধ্যেই এ সড়ক দিয়ে চলাচলের সময় যাত্রীরা দূর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হচ্ছে ।
কৃষক খাইরুল ইসলাম, আজমল হোসেন বলেন ফসল বাজারে নিতে সমস্যা হয়। ভ্যানে বা সিএনজি করে ফসল হাট-বাজারে নিতে কাদাপানি জমে থাকায় মাঝপথে আটকে যায় । আবার অনেক সময় ভ্যান বা সিএনজি উল্টে গিয়ে ফসল ও যাত্রীর চরম ক্ষতি হয় ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজ তদারকি উপজেলা প্রকৌশলীর দায়িত্বহীনতার কারনেই এই ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে । অবিলম্বে রাস্তার সংস্কার কাজ পুনরায় শুরুর দাবি জানিয়ে তারা বলেন, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরো দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, কৃষি ও ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়বে।
এ ব্যাপারে ওই সংস্কার কাজের ঠিকাদার তরুন মিয়া জানান ঈদের আগে থেকেই লাগাতার বৃষ্টি নেমেই আছে, থামার কোনো নিশ্চয়তা নেই । বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে । বৃষ্টি থামলেই কাজ শুরু হবে। এ জন্য সাইডে নির্মাণ সামগ্রী প্রস্তুত রয়েছে । এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শহীদুল্লাহ বলেন অতি বৃষ্টির কারনে রাস্তার কাজ বন্ধ রয়েছে অচিরেই কাজ শুর করা হবে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০২/০৮/২০২৫