২ হাজার টাকার চৌকির খাজন ৩০০ টাকা,গরুর খাজনা ৮০০-১০০০টাকা তাড়াশে নওগাঁ কলেজ মাঠে পশুর হাট

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ পশুরহাট ও কাঠের তৈরি আসবাপত্র বসানো হয়েছে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের মাঠে। আর সেখানকার ক্রেতা-বিক্রেতা উভয়কেই গুণতে হচ্ছে মাত্রাতিরিক্ত খাজনা । হাটের কোথাও টোল চার্ট টাঙানো হয়নি। মহামারী করোনা উপলক্ষে সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশে বসেছে নওগাঁ পশুরহাট । হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই, হুমড়ি খেয়ে নেমেছেন ক্রেতা-বিক্রেতা। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় চলছে দেদাচ্ছে বেচাকেনা

। হাট কমিটির সভাপতি স্থানীয় এমপির ভাই প্রশ্ন তুলে বলেছেন, ‘করোনায় হাট বন্ধ রাখতে হবে কে বলেছে? নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম বলেন, তার ইচ্ছার বিরুদ্ধে কলেজ মাঠে হাট বসানো হচ্ছে। .পরিস্থিতির কাছে তিনি নিরুপায়। নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের ছাত্র একাদশ শ্রেনীর ছাত্র আমিনুল ইসলাম সাগর ও দ্বাদশ শ্রেনীর ছাত্রী সাবানা খাতুন জানান, মহামারী করোনা সংক্রমণের আশঙ্কায় কলেজ বন্ধ রাখা হয়েছে।

কিন্তু স্থানীয় তরুণ ও কিশোর ছেলেরা প্রতিদিন কলেজ মাঠে খেলাধুলা করেন। সেখানে হাট বসানোয় ফলে গোবর, ছাগলের লাদি ও গরু-ছাগলের মূত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওসব থেকে উদভট গন্ধ বেরোচ্ছে। নওগাঁ গ্রামের স্থানীয় বাসিন্দা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ বলেন, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের মাঠে রয়েছে ৬০০ জন মুক্তিযোদ্ধার তালিকা সংরক্ষিত একটি স্মৃতিস্তম্ভ। হাটের লোকজন সেই স্মৃতিস্তম্ভের সিঁড়িতে বসে থাকছেন। গোবর-মূত্র পায়ে অনেকে ভেতরে ঢুকে স্মৃতিস্তম্ভের বেদীতে ঘোরাফেরা করছেন। এতে স্মৃতিস্তম্ভের পবিত্রতা ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে। এদিকে গরুর ক্রেতার কাছ থেকে নেয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা আর বিক্রেতার কাছ থেকে আদায় হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৩৫০ থেকে ৪৫০ টাকা, বিক্রেতার কাছ থেকে নেয়া হচ্ছে ৫০ টাকা। ক্রেতাকে যে রসিদ দেয়া হচ্ছে তাতে টাকার অঙ্ক না লিখে, লেখা হচ্ছে পরিশোধ। উল্লাপাড়া উপজেলার বেলনা গ্রামের আব্দুল ছাত্তার নামে একজন কাঠের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী বলেন, একটি ২ হাজার টাকার চৌকি ক্রয় করে ক্রেতাকে ২৫০ টাকা খাজনা দিতে হয়।

অনেকেই আছেন, বেশি খাজনা দেওয়ার অপারগতায় মালামাল না কিনে ফিরে যান। ভাগুড়া উপজেলার হেলেনচা গ্রামের বাবু নামে আরেকজন ব্যবসায়ী বলেন, একটি ৩০০ টাকার কাঠের জানালার ৬০ টাকা খাজনা। ৫০ টাকা দিলেও নিতে চাননা। সেজন্য বেচা-কেনা একেবারে কমে গেছে। নওগাঁ হাটে খোলা বাজারে ভাত বিত্রেতা গুরুদাসপুর উপজেলার চাচকৈর বাজারে জাহিদুল ইসলাম বলেন, একটুখানি জায়গাতে বসি সে জন্য খাজনা দিতে হচ্ছে ৮০০ টাকা। এভাবে খাজনা নিলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।

করোনায় হাট প্রসঙ্গে স্থানীয় এমপি ডা. আব্দুল আজিজের ভাই অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মমতোই হাট চালাচ্ছি। ক্রেতা-বিক্রেতার কাছ থেকে খাজনা নেয়া আমাদের সিস্টেম। করোনায় হাট বন্ধ রাখতে হবে কে বলেছে ? সাড়ে তিন কোটি টাকা দিয়ে হাট নিয়েছি কি বন্ধ রাখার জন্য। আমি হাট বন্ধ রাখলে কি সরকার আমার কাছ থেকে টাকা কম নেবে।

কলেজ মাঠে হাট প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্কতা ফকির জাকির বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কোনো ধরনের গরুর হাট বসা নিষেধ। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বলেন, এ হাটের অন্যান্য অনিয়ম ক্ষতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। ‘লকডাউনের মধ্যে হাট বসানোর কোনো অনুমতি নেই। কেন হাট বসানো হলো তা এখনই খবর নিচ্ছি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন বলেছেন, সরকার নির্ধারিত হারেই ইজারাদারকে খাজনা আদায় করতে হবে। বিষয়ে ইউএনওকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি সার্বক্ষণিক তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেবেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.