উল্লাপাড়া

১০ অক্টোবর জেহাত দিবস

উল্লাপাড়া প্রতিনিধিঃ

১০ অক্টোবর জেহাদ দিবস । শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী । ৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতনে ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় ১০ অক্টোবর ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয় লড়াকু সৈনিক বীর শহীদ নাজির উদ্দিন জেহাদ । সেই থেকে উল্লাপাড়া জেহাদ স্মৃতি পরিষদ প্রতিবছর ১০ অক্টোবর নাজির উদ্দিন জেহাদের শাহাদাৎ বার্ষিকী পালন করে আসছে ।

এ উপলক্ষে উল্লাপাড়া জেহাদ স্মৃতি পরিষদ দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন । কর্মসুচির মাধ্যে রয়েছে সকালে মাজার জিয়ারত, কালো ব্যাচ ধারন, মৌন মিছিল, কোরআন তেলওয়াত ও মিলাদ-মাহফিল ও দোয়া কামনা করা ।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৯/১০/২০২৫