হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজে’র নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের চান্দাইকোনা’র অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান-হাজী ওয়াহেদ -মরিয়ম অনার্স কলেজ এর আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার ভোরে অত্র কলেজে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন, সকাল সাড়ে১০ টায় বিজয় শোভা যাত্রা শেষে আলোচনাসভা , দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর দেশাত্বকবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে সভাপতিত্ব করেন,অত্র কলেজে’র অধ্যক্ষ মোঃ আবু বকার সিদ্দিক।
অনুষ্ঠানের আলোচনাসভায় বক্তব্য রাখেন, অত্র কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, ফিন্যান্স বিভাগের উত্তম কুমার কর্মকার, সহকারি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক আজমল হক, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণরসম্পাদক গোলাম হাসান সুমন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফেরদৌস সরকার শামীম, অত্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোঃ মিলন সেখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন, অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এস, আর জগদিন্ধু। এসময় অত্র কলেজের সকল শিক্ষক -শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।