স্বাধীনতা বিরোধীরা গুজব ছডিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে পারবেনা-তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেছেন,স্বাধীনতা বিরোধীরা গুজব ছডিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখলের অপচেষ্টা ও দেশে আতংক ভিতি সৃষ্টি ও গুজব অপপ্রচার চালিয়ে বঙ্গবন্ধু’র কণ্যা শেখ হাসিনার সরকারকে বিন্দু মাত্রও লড়াতে পারবেনা। শনিবার জেলা সিনিয়র তথ্য অফিস জামালপুরের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯উপলক্ষে চলচিত্র প্রর্দশনী ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য এ সব কথা বলেন। তিনি আরও বলেন সারাদেশ সহ সরিষাবাড়ীতে পদ্মা সেতুতে শিশুর কল্লা লাগবে,ছেলে ধরা আতংক সহ দেশে কিছু দিন বিদ্যুৎ থাকবেনা এ সব গুজবে কান না দিয়ে গুজব সৃষ্টিকারীদের আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করার আহব্বান জানান। আলোচনা সভায় সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রমেশ চন্দ্র সুত্র ধর সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন-জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসার নুর ন্নবী খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,মোস্তাফিজুর রহমান শাহজাদা,সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)এম এ গনি,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের প্রভাষক হারুন অর রশীদ।
এ ছাড়াও তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের খোজ খবর নেন।পরে মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ী উপজেলা সংসদ কমান্ডে মুক্তিযোদ্ধাদের মাঝে এান বিতরন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষাবাড়ীর আয়োজনে সপ্তাহ ব্যাপী ফলদ ও বৃক্ষমেলা-২০১৯ এর ফিতা কেটে উদ্বোধন করেন এবং বক্তব্য শেষে মেলার ষ্টল পরির্দশন করেন।এরপর আরামনগর কামিল মাদ্ধসঢ়;রাসায় মরহুম এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন শেষে মাদ্ধসঢ়;রাসা মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯উপলক্ষে চলচিত্র প্রর্দশনী ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বিকেলে উপজেলা প্রসাশন আয়োজিত ডেঙ্গু ও গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাজের সাথে আলোচনা সভা সরিষাবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথী হিসেবে অংশ গ্রহন করেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.