সুবিধা বঞ্চিত ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য ইফতার মাহফিল আয়োজন করল মুসাফির ইশকুল
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
রমজান উপলক্ষে কত রকমের আয়োজন তো চোখে পড়ে গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমী আয়োজন করল মুসাফির ইশকুল। ছিন্নমুল সুবিধা বঞ্চিত ও অসহায় শিশুদের জন্য একটি সেচ্ছাসেবী সংগঠন মুসাফির ইশকুল সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল এর ব্যবস্থা করে। যাতে এসব ছিন্নমূল ও অসহায় শিশুরা অন্তত বছরের একটা দিন হাসি খুশিও বিনোদনের মাঝে কাটাতে পারে। ।এরকম ব্যতিক্রমী উদ্যোগের ব্যপারে জানতে চাইলে মুসাফির ইশকুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরান বলেন শুধুমাত্র সমাজের পিছিয়ে পরা শিশুদের মাঝে একটুখানি হাসির জন্য আমাদের সামান্য প্রয়াস মাত্র। ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর সামনের ঈদকে ঘিরে সুবিধা বঞ্চিত ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য পোশাক ও ঈদ সামগ্রী ব্যাপারেও আলোচনা করা হয়।