সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি, জামায়াত ইসলামিসহ মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলে।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াত ইসলামি মনোনীত এমপি প্রার্থী প্রফেসর শায়েখ ড. মো. আব্দুস সামাদ, খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুহা: আব্দুর রউফ সরকার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী গাজী মো: আয়নুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মো: ইলিয়াস রেজা রবিন।
প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মনোনয়নপত্র দাখিল কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি, উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়সহ নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। তারা পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।#
মো: পারভেজ সরকার।
রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ।
২৯-১২-২০২৫
