সিরাজগঞ্জে স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ

বিশেষ প্রতিনিধি : মোঃ নাজমুল হোসেন রাজা

গান ও কথামালায় স্মরণ করা হলো ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে। বুধবার দুপুর ৩ টায় সিরাজগঞ্জ অফির্সাস ক্লাবে এ স্মরণসভায় বক্তব্য রাখেন সম্মানিত জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ । তিনি বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার ও সংস্কৃতিচর্চার অগ্রযাত্রার শীর্ষ পথিক স্যার ফজলে হাসান আবেদ। তার কর্মময় জীবনসাধনা ও অব্যাহত প্রয়াস প্রাণিত করেছে বাংলাদেশ ও পৃথিবীর অগণিত মানুষকে। মানবিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ এবং নারীর ক্ষমতায়নের সংগ্রামে কীর্তিমান ও বহু গুণে গুণান্বিত স্যার ফজলে হাসান আবেদ হয়ে উঠেছিলেন অন্যতম অনুকরণীয় ব্যক্তিত্ব। এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্যার ফজলে হাসান আবেদ এর স্মরণে কর্ণার স্থাপনের সিদ্ধান্ত নেন। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত মোঃ আবু ইউসুফ ।এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাককর্মী আবুল কালাম আজাদ আর এম-দাবি, মোঃসাউজুল কবির পিও-প্রগতি,সাবেক ব্রাককর্মী গ্রাহক শুভাকাঙ্ক্ষী ও এনডিপি নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান, নির্বাহী পরিচালক সুক, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ ।

অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ এম এইচ এনপিপি মমতাজ বেগম, ব্র্যাক কিশোরী ক্লাব নেত্রী সুবর্ণা। স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইসউদ্দিন। অনুষ্ঠানে শুরুতে স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়।সভায় বক্তারা বলেন, স্যার ফজলে হাসান আবেদ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও আমৃত্যু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে গেছেন।স্বাধীনতা যুদ্ধের পর দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে প্রবাসজীবন থেকে স্থায়ীভাবে দেশে এসে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।তার চিন্তা চেতনায় সবসময় ছিল সমাজের অবহেলিত মানুষের উন্নয়ন। তার অক্লান্ত পরিশ্রমে ব্র্যাক এখন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী উন্নয়ন সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সাথে ব্র্যাক কাজ করে চলেছে।

তারা বলেন, ফজলে হাসান আবেদের দেখানো পথ অনুস্মরণ করে সকল কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা ও ভালবাসা নিয়ে কাজ করলে ব্র্যাক পথ হারাবেনা। আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। পরে স্যার ফজলে হসান আবেদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের জন্য সততা ও আদর্শিকভাবে কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করান ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপন করেন আর এসসি ম্যানেজার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর মোঃ আব্দুল মাজেদ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.