সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মো. পারভেজ সরকার :
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান চালক নিহত হয়েছে। এ সময় আশংকাজনক ভাবে আহত হয়েছে ৪ গ্রাম পুলিশের সদস্য।
বুধবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ব্র্যাক এনজিওর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড় পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আহত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা হলেন, শ্রী আনন্দ চরন দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস, মো. রায়হান আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিমলা এলাকায় সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক এরশাদ আলী নিহত হয়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘাতক সিএনজি চালক পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, এ দূর্ঘটনার বিষয়ে থানা পুলিশ অবগত নয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।