সিরাজগঞ্জে রতনকান্দিতে বাসার তালাভেঙ্গে দুর্ধর্ষ চুরি

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের হরিণা পশ্চিম পাড়া গ্রামের হরিণা গাবতলা সড়কের পাশে নতুন বসতি মোঃ ইউসুফ আলী’র পাকা বাড়ির একতলা ভবনের বাসায় দুর্ধর্ষভাবে চুরির ঘটনা ঘটেছে।

বাড়ির ফ্ল্যাটের ৪ টি রুমের আলমারি ও সুকেসএর তালা ভেঙে নগদ ৪’লাখ টাকা, আনুমানিক ৩’লাখ টাকার স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

জানা যায় যে, গত শনিবার ১৮ জানুয়ারি -২০২৪ খ্রীঃ রাতে কোন এক সময়ে এই বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান যে, প্রায় বছর যাবত ধরে মোঃ ইউসুফ আলী (৬০) পিতা – আজাহার আলী সেখ, এই নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
ভুক্তভোগী মোঃ ইউসুফ আলী ও তার স্ত্রী জানান যে, গত ৬ দিন পূর্বে আমরা বিশেষ কাজে ঢাকায় যাওয়া হয়েছিল। রবিবার সকাল ১১ টায় বাড়ি ফিরে এসে শুনি এবং দেখি আমাদের পাকা বাসার ৪ টি রুমের তালা ভাঙ্গা রুমগুলো খোলা আলমারি ড্রয়ার, ওয়্যারড্রোব এর তালা ভাঙ্গা দেখতে পাই ব্যবহারের কাপড়-চোপড়, প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করা পড়ে থাকতে। ঢাকায় থাকার কারনে এই সুযোগে চোর চক্রেরা সম্ভবত বাড়ির বাহির দিয়ে প্রবেশ করে ৪ টি রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে।
চোরেরা বাসায় থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণের ৫ টি চেইন ৩ জোড়া কানের দুল স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মোঃ ইউসুফ আলী আরো জানান যে, ঢাকায় যাওয়ার সময়ে তার দূরসম্পর্কের আত্মীয় মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতা- মৃত চান মিয়া, গ্রাম- হরিণা গোপাল, বাগবাটি। তাকে বাড়িতে রেখে যাই পাহারা দেওয়ার জন্য । চুরির ঘটনার রাতে অন্য আরেকটি রুমে ঘুমে ছিলেন মোঃ আনোয়ার হোসেন তিনি বলেন, তাকে নাকি শনিবার চুরির রাতে চোরেরা তার দরজার সিটকারি আটকিয়ে রেখেছিল। পরদিন সকালে সে দেখেন যে তার দরজার বাহির হতে আটকানো। পরে তার ডাকাডাকি ও চিৎকারে স্থানীয়রা গেটের উপর দিয়ে গিয়ে ছিটকারী খুলে দেয়। তারপর তিনি দেখতে পান যে চারটি রুমের দরজা খোলা এবং আলমারি ড্রয়ার ভাংগা , খোলা, কাপড়-চোপড় এলোমেলো ভাবে পড়ে থাকতে।
এ চুরির ঘটনায় বাড়িতে থাকা পাহারাদার মোঃ আনোয়ার হোসেন তিনি রতনকান্দি ইউনিয়নের সদস্য প্যানেল চেয়ারম্যান (২) মোঃ আব্দুল আলীম কে এ চুরির ঘটনা অবগত করেন। ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম জানান যে, বাড়ির মালিক এ চুরির ঘটনা এখন পর্যন্ত জানান নি।
এ ব্যাপারে, স্থানীয়লোকজনদের এমন কথা বলেন। এ ঘটনায় বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বললে স্থানীরা কেউ কেউ ভুক্তভোগী বাড়ির মালিককে বলেন, পুলিশে যেয়ে লাভ হবে কি।
এখন পর্যন্ত বাড়ির মালিক হতবাক, হতাশ হয়ে কোন সিদ্ধান্ত করতে পারছেন না।
এ ঘটনায় চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ ও করা হয়নি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.