সিরাজগঞ্জে নির্বাচনের পরবর্তীতে পরাজিত প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা-লুটপাট।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন (মেম্বার) মোরগ প্রতিক নিয়ে গত ১১ নভেম্বর নির্বাচনে অংশগ্রহণ করে তার প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম ফুটবল প্রতিক এর কাছে পরাজিত হন।
বিজয়ী সাইফুল ইসলামের সমর্থকগণ মোঃ মোশরাফ হোসন (৪৫) পিতা মোঃ মোকছেদ প্রাং, মোঃ কামরুল (৩২) পিতা মোঃ কামাল সেখ, মোঃ জালাল সেখ (৫৫) পিতা -মৃত কাশেম আলী, মোঃ জীবন (২০) পিতা- আঃ সবুর, মোঃ শাহিন (২৮) পিতা মোঃ ছোকমান, মোঃ সুলতান (৩৩) পিতা অজ্ঞাত, মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- আজিজ সহ অজ্ঞাত নামা সহ আরো ২০/২৫ জন দেশীয় ধারলো হাত দা, ছুরি, কুড়াল সহ লোহার, রড, পাইপ, লাঠি নিয়ে -গত শুক্রবার ১২ নভেম্বর-২০২১ সন্ধ্যায় রাতে অতর্কিত হামলা করে আবুল হোসেনের কালিয়া মধ্যে পাড়া বাড়ী-ঘরে টিনের কোপাইয়া কাটিয়ে ফেলে ঘরের আসবাব পত্র, ভাংচুর করে প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার মত ক্ষয়-ক্ষতি করে বলে অভিযোগ করেন।
অভিযোগ কারী আবুল হোসেন (মেম্বার)এর স্ত্রী ও ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ ফরিদা বেগম (৫৫) অভিযোগে আরো উল্লেখ করেন, যে আমার স্বামী আবুল হোসেন (মেম্বার) কে ১১নভেম্বর -২০২১ ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মোরগ প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ছিলেন প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বিতাকারী সমর্থকগণ পরিকল্পিতভাবে আমার স্বামীকে পরাজিত করে। এবং বিজয়ী প্রার্থীর সমর্থকগন অতিউৎসায়ী হয়ে দফায়- দফায় বাড়ী-ঘরে হামলা করে, ভাংচুর করে ক্ষয়-ক্ষতি করছে, লুট-পাট ও ছিনতাই করেছে। আমার পুত্রবধূ চায়না বেগম (২৮) কে মারপিট করে গলায় থাকা প্রায় ১ ভরি ও জনের স্বর্ণের চেইন ও ঘরের ট্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৮০ হাজার টাকা লুট-পাট করে নেয়। অতর্কিত হামলায় কালিয়া আব্দুল জব্বার স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের বাড়ী আবুল হোসেন (মেম্বার) এর সমর্থক আল-আমীন -পিতা-মৃত আব্দুল মজিদের বাড়ীঘরে অতর্কিত হামলা করে বাড়ীঘর টিনের বেড়ায় কুপিয়ে ভাংচুর করে এবং আল-আমীন প্রতিরোধ করতে গেলে তাকে মেরে গুরুতর আহত করে। তার আত্ন চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মোছাঃ ফরিদা বেগম বাদী অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সঠিক তদন্ত স্বপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।