সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্হাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

”  থাকতে পারে অনেক পথ, নিয়ম মেনে বিদেশ যাওয়াই হবে নিরাপদ ” এ শ্লোগান ধারণ করে – ইউরোপীয়ান আইও এম -বাংলাদেশ এ  সহযোগিতায়  ও   ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পের অধীনে সিরাজগঞ্জে  ‘নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্হাপনা বিষয়ে কমিউনিটি পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুুধবার (১৯ ফেব্রয়ারি) সকাল ১০টায়   সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর হলরুমে   উক্ত অনুুুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুুদ।

এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ব্র্যাক সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি  সিভিল সার্জন ডাঃ নূরে জান্নাত, সিরাজগঞ্জ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর প্রেসিডেন্ট  ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্হাপক আবুল কালাম আজাদ,  ব্র্যাক ব্যাংক ম্যানেজার রিপন কুমার রায়, প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবস্হাপক মোঃ আখলাকুর রহমান উজ্জল, জেলা কর্মসংস্হান ও  জনশক্তি অফিসের সহকারি পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, ইএম ডিও গ্রাম আদালত  জেলা সমন্বয়কারি মোঃ মাসুদ রানা,  জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোঃ ওমর ফারুক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপসহকারি উজ্জল কুমার রাজ বংশী, বিসিক সিরাজগঞ্জসম্প্রসারণ কর্মকর্তা সাজিদুল ইসলাম, বহুলী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন সরকার,  সুক এনজি ওর কো-অডিনেটর রুনা লায়লা, আশা এনজি’র কর্মকর্তা  এস,এম শফিকুল ইসলাম, ঝাঐল ইউপি সদস্যা উম্মে নূর পিয়ারা, সদর ব্র্যাক প্রত্যাশা   প্রকল্পের সভাপতি  ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,  বিজনেস এ্যাডভাইজারি কমিটির সভাপতি আবু এহিয়া খান  প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে  বিদেশ ফেরতগামী আরিফুর রহমান, আলাউদ্দিন,  মিজানুর রহমান মিজান সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় সিরাজগঞ্জ ব্র্যাক রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টারর ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ। সার্বিক দায়িত্বে ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের  সাইকো সোশ্যাল কাউন্সিলর ইফ্ফাত রাখী ও প্রোগাম হেড শরিফুল ইসলাম।   অনুষ্ঠানে বক্তরা বলেন, নিরাপদে বিদেশ যেতে নিয়ম জেনে শুনে যেতে হবে পাসপোর্ট যাচাই, ভিসা ও চুক্তিপত্র সংক্রান্ত কাগজপত্র নিজ জেলার কর্মসংস্হান ও জনশক্তি অফিসে যাচাই করতে হবে,  । বিদেশ  যাওয়ার ক্ষেত্রে অব্যশই প্রশিক্ষণ  নিয়ে দক্ষ হতে হবে, ওই  দেশের ভাষা জ্ঞান অর্জন করতে হবে। বিদেশ যাওয়ার সময় পাসপোর্ট, টিকেট,স্মার্ট কার্ড, বিএমইটি অফিসের ছাড়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র কাছে রাখতে হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.