সিরাজগঞ্জে কলেজের গেট ধসে চার জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ দিনেও জমা পড়েনি :জনমনে ক্ষোভ

লুৎফর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম,মনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে চার জন নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির
প্রতিবেদন ১৫ দিনেও না জমা দেয়ায় এলাকার জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। তদন্ত কমিটি অবশ্য বলছে করোনা ভাইরাসের কারণে নির্ধারীত সাত কার্যদিবসে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হয়নি। তবে তদন্তের সাথে জড়িত এমন একজন দায়িত্বশীল কর্মকর্তা স্বীকার করে বলেছেন, সকল কাজ সম্পন্ন হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রতিবেদন জমা দেয়া হবে।

গত ১৭ মার্চ মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে উপজেলার গুল্টা শহীদ এম, মনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে পরে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হন আরো পাঁচ জন। ওইদিন ছিলো গুল্টা হাটবার।হাটে আসা লোকজন রোদ থেকে বাঁচতে কলেজ গেটের ছায়ায় আশ্রয় নিলে হঠাৎ গেটধসে পড়ে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন কারার জন্য তিন মাস আগে পাকা গেটটি নির্মাণ করেন। নি¤œমানের কাজ করার ফলে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ মার্চ সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কে আহবায়ক এবং তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ উপজেলা প্রকৌশলী কে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। অপরদিকে ১৮ মার্চ রাতেই তাড়াশ থানায় একই ঘটনায় নিহত গাবরগাড়ি গ্রামের তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।ঘটনার পরপরই একাবাসী মানববন্ধন করে অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদের বিচার দাবি করেন। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে একটি অসমর্থিত সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালীদের নিয়ে মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তবে মামলার তদন্ত কমিটির সদস্য তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহান বলেন,অফিস ছুটি থাকায় তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হয় নি। করোনার অভিঘাত শেষ হলেই প্রতিবেন জমা দেয়া হবে। তাড়াশ থানা অফিসার ইন চার্জ(ওসি) মাহবুবুল আলম বলেন, তার থানায় দায়েরকৃত মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.