সিরাজগঞ্জের মহাসড়কে যানযট, ভোগান্তি চরমে

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

ঘন কুয়াশা, সড়ক উন্নয়নের কাজ ও বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার একটি ওজন স্টেশন বন্ধ থাকার জন্য সিরাজগঞ্জের মহাসড়কে যানযট ভোগান্তি চরমে পৌছে যাচ্ছে। এটি আজকাল যেন রুটিনে পরিনত হতে যাচ্ছে। গত দুদিন হলো বগুড়া- ঢাকা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু হতে চান্দাইকোনা পর্যন্ত তীব্র যানযট ও মাঝে মাঝে থেমে থেমে গাড়ি চলায় চরম ভোগান্তিতে পরেছেন যাত্রীরা। সেই সাথে বিরক্ত ও অতিষ্ঠ বাস ট্রাক সহ যানবহনের স্টাফরাও।

সরেজমিনে বুধবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে মহাসড়ক ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু সেতুর বিপরীত মূখী যানযবহন থেমে থেমে চললেও ঢাকা তথা বঙ্গবন্ধু সেতু গামী যানবাহন স্থবির দাঁড়িয়ে রয়েছে। এতে নির্দিষ্ট সময়ের অনেক পরেও পৌছানো যাচ্ছেনা গন্তব্যে। সেই সঙ্গে ভোগান্তিও যেন পৌঁছে গিয়েছে চরমে।

সিরাজগঞ্জ থেকে রাজশাহী গামী আনন্দ পরিবহনের চালক সেলিম আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে রাজশাহী গামী একটি বাসও যেতে পারিনি। সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বের হয়ে আসলেও নলকা মোড়ে এসে আর ঢাকা-রাজশাহী মহাসড়কে উঠতে পারিনি। পরে তীব্র যানযট দেখে সবগুলো গাড়িই আবার ফিরে আসি।

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ রফিক বলেন, ঘন কুয়াশা ও মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজের কারনে গাড়ি স্বাভাবিক গতিতে যেতে পারছেন না। মাঝে মাঝে রাস্তার কাজের মাটিবাহী ট্রাক রাস্তায় উঠতে থামিয়ে দেয়া হচ্ছে রাস্তার চলন্ত গাড়ি। এছাড়াও রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকায় একটি ব্রীজে যেকোনো একপাশ দিয়ে গাড়ি চলতে হচ্ছে। একপাশ বন্ধ করে আরেক পাশের গাড়ি ছাড়তে হচ্ছে যার কারনে কিছুটা যানযটের তৈরি হচ্ছে এবং থেমে থেমে গাড়ি চলছে। তবে আমরা মহাসড়ক যানযট মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মোঃ মুক্তার হোসেন জানান, ঘন কুয়াশা, রাস্তার উন্নয়ন কাজ ও বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ওজন স্টেশন একটি বন্ধ থাকার কারনেই মূলত যানযটের তৈরি হচ্ছে। তবে থেমে থেমে গাড়ি চলছে বলে জানিয়ে তিনি বলেন আমরা ৬টি টিম সারারাত ধরেই যানযট নিরসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।###

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.