তাড়াশ

সিরাজগঞ্জের তড়াশে দু’পক্ষের সংঘর্ষ আহত ৫

১০ মে (বৃহস্পতিবার) সিরাজগঞ্জের তড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।সকালে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য বিলকিস খাতুন (৩৫), তার স্বামী সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন (৪৫), ছেলে আব্দুল বারী।
স্থানীয়রা জানান, চৌড়া গ্রামের আব্দুল মজিদ ও গোলাপ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সকালে সীমানা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠি-সোটা, ছুরি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান , দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।