সিরাজগঞ্জের খোকশাবাড়ি ১০শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক কর্ম ফাঁকি দিয়ে নিজের হাসপাতালে রোগী দেখছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাহ্যকেন্দ্রে মেডিকেল অফিসার ডাঃ মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে হাসপাতালে রোগী চিকিৎসাসেবা না দিয়ে শহরে গোলাশা নিজস্ব নিউ অ্যাপেলো হাসপাতালে রোগী দেখার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, ডাঃ মোমেনা পারভীন পারুল তার সরকারী অফিস ফাকি দিয়ে নিজের হাসপাতাললে রোগী দেখছেন প্রতিনিয়ত। এতে ঔ এলাকার রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে।

বুধবার সকালে সরজমিনে খোকশাবাড়ি ১০ শয্যা পল্লী স্বাহ্যকেন্দ্রে গেলে চোখে পরে এমন দৃশ্য। রোগীরা ঘন্টার পর ঘন্টা ডাক্তারের অপেক্ষায় সময় পার করছে। এসময় সিনিয়র স্টাফ নার্স হামিদুল ইসলাম, র্ফামাসিষ্ট শরিফুল ইসলাম, মেডিকেল এসিষ্টেন্ডস জজবান নাহারকে পাওয়া যায়। তারা জানান, এখানে ২জন ডাক্তার, ৪জন সিনিয়র স্টাফ নার্স, ৪ মেডিকেল এসিষ্টেন্ডস, ৩ জন সহকারী নার্স থাকার কথা। কিন্তু এ সময় কাউকে পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়ার সেলিম রেজার ছেলে মেরাজুল (১৪) ও খোকশাবাড়ি ইউনিয়নের মৃত রহিজ উদ্দীনের ছেলে আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, সকাল ৯টায় সময় থেকে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এখন প্রায় দুপুর ১টা বাজে এখনো ডাক্তার আসেনি। আমরা এখন কি করবো।

এ বিষয়ে ডাঃ মোমেনা পারভীন পারুলকে মুফোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সিভিল সার্জন অফিসে বোর্ড মিটিংয়ে আছি। অপর ডাঃ জুলিয়া আক্তার বলেন, আমি সাড়ে ১২টার পর শহরে কাজে চলে এসেছি। আপনারা পরে আসেন এরকম ভুল আর কোন দিন হবে না। এদিকে সকাল ১১টার সময় গোলাশা নিউ অ্যাপেলো হাসপাতালে গিয়ে দেখা যায়, বেলকুচির সুর্বণসারা গ্রামের আব্দুর রশিদ শ্বাসকষ্ট জন্য রক্ত পরীক্ষা ও ইসিজি করার জন্য একজন তার রক্ত নেন। পরে তার নিকট থেকে রক্ত ও এক হাজার টাকা নিয়ে অন্য হাসপাতালে পরীক্ষার করার জন্য যান। এসময় সাংবাদিকদের উপস্থিতি দেখে হাসপাতালের ম্যানেজার পালিয়ে যায়। এবং দ্রুত্র হাসপাতালের সকল রুম বন্ধ করে দেয়। পরে ডাঃ মোমেনা পারভীন পারুলের এ্যাসিস্টেন মোর্শেদা খাতুন বলেন, ডাঃ আপা নাই। আপনারা বসেন। ডাঃ আপা আসলে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য বলবো।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, দায়িত্বরত ডাক্তার একজন না থাকলেও আরেক জন থাকার কথা। যদি একজনই না থাকে তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে। তিনি আরোও বলেন, সকালে সিভিল সার্জন অফিসে বোর্ড মিটিং ছিল। বেলা ১১টার সময় মিটিং শেষ হয়েছে। পরে সবাই যার যার কর্মস্থলে চলে যাওয়ার কথা। উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায়, অনুমোদন না নিয়েই লাইসেন্স বিহীন ভাবে ডাঃ মোমেনা পারভীন পারুল নিউ এ্যাপোলো হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতাল অব্যবস্থপনায় পরিচালনা করার অভিযোগ রয়েছে। এবং ডাঃ মোমেনা পারভীন পারুলের স্বামী কামারখন্দ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ এসএম সুমনুল হক সজীব ভূল চিকিৎসায় প্রসূতি রোগির মৃত্যুর ঘটনায় প্রধান আসামী পলাতক রয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.