সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক ও কারাগারে প্রেরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, এদিন বিকেলে বেলকুচি’র কামারপাড়ার নিজ বাসভবনে থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী।
পরে সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান তিনি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।