সলঙ্গায় ৬১ কেজি গাঁজাসহ আটক ৪
মো. পারভেজ সরকার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।অভিযানে দুটি প্রাইভেট কার, নগদ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব সোমবার সকালে প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়, গত ২২ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে ঢাকা থেকে রংপুর মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী,পটুয়াখালীর বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হুমায়ূন কবির (৪২),ইন্দ্রকুল গ্রামের আলমের ছেলে (ড্রাইভার)মোঃ আল আমিন (৩০),ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের সিরাজ বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২), চাঁদপুরের শাহারাস্থী থানার দোইয়ারা একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে (ড্রাইভার) ফরিদ (৩০)।
গ্রেফতারদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।