সরিষাবাড়ীতে পৌর মেয়রের নির্দেশে যানবাহন থেকে অবৈধ ভাবে টোল আদায়

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিনের নির্দেশে যানবাহন থেকে অবৈধ ভাবে টোল আদায়ের অভিযোগ।উচ্চ আদালেতর নির্দেশনা অমান্য করে পৌরসভার সামনে টোল আদায় নামে চলছে চাঁদাবাজি।টোল আদায়েকে কেন্দ্র করে একদিকে রাস্তায় লেগে থাকে যানজট।

অন্যদিকে টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। অনেক সময়টোল না দিলে গাড়ির ক্ষতিসহ চালকদের মারধর করা হয়।উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌরসভার সামনে টোল/চাঁদা আদায় কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনই নজরধারী নাই।

জানা গেছে,দিকপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্ট গত ২৫ জুলাই রুল জারি করে। টার্মিনাল ছাড়া টেন্ডার হয়না। আর টেন্ডার ছাড়া টোল আদায় করা যায় না।পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধু মাত্র পৌর মেয়র নির্মত টার্মিনাল ছাড়া পার্কিং ফিথর নামে টোল আদায় সম্পুর্ন অবৈধ।

এ বিষয়ে ব্যবস্থা নিতে সিটি এলাকা,জেলা, উপজেলা ও পৌর এলাকার সকল প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। টার্মিনালের বাইরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে টোল আদায় অবৈধ ঘোষণা করা হয়েছে।কিন্তু আদালতের নিষেধাজ্ঞা মানছে না সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন।

এ ব্যাপারে প্রশাসনও নজরদারি করছে না। দিকপাইত-তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে চলাচলকারী পৌরসভার সামনে থেকে অটোটেম্পু, অটোরিকশা,অটোবাইক. সিএনজি, ট্রলি, জেএসএ, নছিমন. করিমন, প্রাইভেটকার, মাইক্রোবাস, মিনিবাস ,মালবাহি ট্র্যাক, গরুর ট্রাক গতিরোধ করে ফিসথর রশিদ দিয়ে ১০ টাকা ২০টাকা ৫০টাকা টোলের নামে প্রতি মাসে প্রায় ৪/৫ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এছাড়াও উল্লেখ্য যে, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন সহ প্রায় ৭/৮ হাজার অটোবাইক আছে বলে জানা যায়।বিভিন্ন জায়গা থেকে অটোরিকসা,অটোবাইক,অটোভ্যান আসলেই তাদের কাছ থেকে লাইসেন্স বাবদ ২ হাজার ৫০ শ টাকা ও অটো ভ্যান থেকে লাইসেন্সের নামে ১১শ টাকা করে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ।

পৌর এলাকার অটো রিকসা চালক মো: রনি বলেন, এক বছরের জন্য লাইসেন্সে বাবদ ২ হাজার ৫০ টাকা করে নিচ্ছেন পৌর কর্তৃপক্ষ।হাজীপুরের নছিমন ড্রাইভার সুমন ও মাদারগঞ্জের মালবাহি ট্র্যাক ড্রাইভার রফিকুল , জামালপুরের টেম্পু চালক জামাল,তারাকান্দি ট্রাক চালক বাবুসহ আরোও অনেকে জানান, বিভিন্ন যানবাহন থেকে সরিষাবাড়ী পৌরসভার সামনে টোলের নামে পৌর এলাকা দিয়ে চলাচল কারী ছোট-বড় সকল যানবাহন হতে টোল আদায় করা হচ্ছে। অথচ পৌর এলাকায় কোন টার্মিনাল নাই। আর এখানে কোন যানবাহন পার্কিং করে না।

তারপরও সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে টোল আদায় করা হচ্ছে। প্রকাশ্যে যানবাহন দাঁড় করিয়ে রশিদদের মাধ্যমে টোল নেওয়ার নামে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতি নিয়ত ড্রাইভার ও সাধারন যাত্রীদের সাথে দূর্ব্যবহার করছে। চাঁদা আদায়ের জন্য লাঠি নিয়ে বেশ কয়েক জন লোক সড়কের পাশে দাঁড়িয়ে থাকে।

সরিষাবাড়ী বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন,পৌরসভা সামনে থেকে অটোবাইক থামিয়ে চাদা আদায় করছে বলে অটোবাইক ড্রাইভারেরা আমাদের কাছে অভিযোগ করেছে ।

পৌরসভার প্যানেল মেয়র হক তরফদার বলেন, মেয়রের নির্দেশে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করছে বলে জানান। সরিষাবাড়ী পৌরসভার পিয়ন সুরুজ ও রফিকুল ইসলাম বলেন,মেয়রের নির্দেশে আমরা টোল আদায় করতাছি।

সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন এর সাথে সাক্ষাতের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটা বন্ধ পাওয়া যায় । সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা বলেন, এ বিষয়টি জেনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.