সারাদেশ

সরিষাবাড়ীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার ভূমি কামরুন নাহার,উপজেলা মশক নিধন কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মাজেদুর রহমান,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,

প্রধান শিক্ষক নজরুল ইসলাম,পৌর আ’লীগ নেতা নুরে আলম বাবু,আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু,সরিষাবাড়ী প্রেস ক্লাবের  সভাপতি সোলায়মান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু ইউপি চেয়ারম্যান আবু তাহের,পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী,কাউন্সিলর কালাচাদ পাল,যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তি ও সুধী জন উপস্থিত ছিলেন।