প্রানীজ খাদ্য সংকট দেখা দেয়ায় খামারীরা হতাশায় ভুগছেন


তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যার পানি কমতে শুরু করলেও প্রানীজ খাদ্য সংকট দেখা দেয়ায় খামারীরা আসন্ন ঈদকে সামনে রেখে গরু বেচা-কেনায় কাংখিত মূল্য না পাওয়ার আশংকায় হতাশা ভুগছেন। প্রাকৃতিক খাদ্য সংকটে পাল্লা দিয়ে বাড়ছে প্রানীজ তৌরী খাদ্যর দাম। ফলে হতাশায় খামারী ও কৃষকরা।

উপজেলা প্রানী সম্পদ অফিস সুত্রে জানা গেছে, চলমান বন্যায় উপজেলার প্রানী সম্পদ অফিসের রেজিষ্ট্রিকৃত প্রায় শতাধিক গরু মোটা তাজাকরন ও দুগ্ধদান খামারী রয়েছে।আরো রয়েছে প্রায় শতাধিক ছোট বড় অনুনোমোদিত খামার।

উপজেলায় ৬০ হাজার গরু, ৯৬টি মহিষ,৬ হাজার ৬’শ ১০টি ছাগল, ১হাজার ১’শ ৪২টি ভেড়া,মুরগী রয়েছে-৩ লক্ষ ৯৭ হাজার ৯’শ,হাস ২৫ হাজার ৮’শ ৭০টি। বন্যায় কৃষকের ৪’শ ৭৫ টন খড় ও বন্যায় প্লাবিত ২১১ একর চারণ ভ’মির ১০৯ টন ঘাস বিনষ্ট হয়েছে। যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার আমতলা এলাকার খামারী মিনহাজ উদ্দিন বলেন, বন্যার পানিতে অনেক রোগ জিবানু ভেসে আসে। ওই সব জীবানু প্রানীর উপর অনেকাংশে প্রভাব ফেলা ছাড়াও প্রাকৃতিক খাদ্য সংকট দেখা দিয়েছে।বন্যা পানি বৃদ্ধির ফলে প্রানীজ তৌরী খাদ্য ভ’সি,ধানের কুড়া, ভুট্রার গুড়া,ক্যাটল ফীড়(তৌরী করা খাবার) দাম বৃদ্ধি পেয়েছে। তৌরী খাদ্য’র দাম বৃদ্ধি পাওয়ায় ২৪টি গরু কে চাহিদা মোতাবেক খাদ্য সরবরাহ দিতে পারছিনা। ফলে দুধ উৎপাদন ৫০% এ নেমে এসেছে। মাংস উৎপাদনও কমছে। ঈদে গরুর বিক্রিতে কাংখিত মূল্য পাব কিনা চিন্তায় আছি। এ ছাড়াও বন্যায় রাস্তা ঘাট ভেঙ্গে যাওয়ায় গরু বাজারজাত করাও সমস্যা রয়েছে।

উপজেলার আওনা ইউনিয়নের কাবাডিয়াবাড়ী গ্রামের খামারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও ভাটারা ইউনিয়নের  তৌকির আহাম্মেদ হাসু যৌথ ভাবে বলেন, বন্যার পানি কমলেও প্রানীজ তৌরী  খাদ্যর দাম  কমেনি। বরং বন্যাকে পুজি করে প্রানীজ খাদ্য ব্যাবসায়ীরা প্রতি বস্তায় -২-৩’শ টাকা বৃদ্ধি করেছে। এক দিকে খাদ্য সংকট অপর দিকে ভারতীয় গরু দেশে সরবরাহ হলে আমরা খামারীরা ক্ষতিগ্রস্থ হবো।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.