সয়দাবাদে দূরপাল্লার ১৫ টি পরিবহনে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা।
সিরাজগঞ্জ: আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ সদরের বংগবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ (পনেরো) টি পরিবহনকে জরিমানা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন হোসেন জানান, বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদরের বংগবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়। এসময় রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস,রুট পারমিট ও বীমা না থাকায় হানিফ পরিবহনের গাড়ীচালক সোরহাব, হানিফ,আলম,সিরাজ উদ্দিন প্রত্যেককে চার হাজার টাকা ও আবু আলীকে দুই হাজার করে, এসবি পরিবহনের সোহেলকে চার হাজার টাকা,শ্যামলী পরিবহনের অখিল,রঞ্জিত, তাপস প্রত্যেককে চার হাজার টাকা করে ও সোহেলকে দুই হাজার টাকা ও নাবিল পরিবহনের নয়ন,আলমাস,কিবরিয়াকে চার হাজার টাকা করে ও ফাইজুরকে দুই হাজার টাকা ও ডিপজল পরিবহনের মিজানুরকে চার হাজার টাকা। উক্ত অভিযানে ১৫ (পনেরো) টি পরিবহনের বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ,১৯৮৩ এর আওতায় মামলা দিয়ে সর্বমোট ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আদালতের পেশকার মিলন হোসেন ও বংগবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।