শেষ তুলির রঙ্গের টান লাগাচ্ছে দেবীর চোখে

উল্লাপাড়া প্রতিনিধিঃ

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার সৌন্দর্য বাড়াতে শেষ তুলির রঙ্গের টান লাগাচ্ছে দেবীর চোখে । এতে ব্যাস্ত সমশয় পার করছে উল্লাপাড়ার মৃৎশিল্পীরা ।

সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় শারদীয় দুর্গোৎসব । কাদামাটি, খড়, বাঁশ, কাঠ ও সুতা দিয়ে দেবী দুর্গার দৃষ্টিনন্দন রূপ দিতে দিনরাত রং-তুলির মাধ্যমে হাতের নিখুঁত কারুকার্যের কাজ করে যাচ্ছেন । নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিমা। ইতোমধ্যে উল্লাপাড়ার বেশিরভাগ প্রতিমা তৈরির অবকাঠামোর রংয়ের কাজ শেষ । এখন দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিন রাত শেষ তুলির কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যেই পৌর শহরের কিছু কিছু মন্দিরে আলোকসজ্জাও শুরু হয়েছে ।

তবে দেবী দুর্গাকে নানা রঙ্গে রাঙ্গালেও প্রতিমা তৈরির উপকরণ ও রঙ্গের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানালেন প্রতি মা তৈরির কারিগর বিশ্বজিৎ রায় ।
আগামী কাল ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যবনিকা হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের । দেবীর এবার
আগমন ও গমন ঘোটকে (ঘোড়ায়) যার ফল ছাত্রভঙ্গ অর্থাৎ (অশুভ) পৃথিবী এবার অনেকটা অস্থির ও বিশৃঙ্খল থাকবে বলে মন্তব্য করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা ।
উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার প্রতিমা তৈরির কারিগর নিখিল চন্দ্র পাল বলেন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর যাবৎ এই পেশায় জড়িত রয়েছি । প্রতিমা তৈরির উপকরণ ও রঙের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি ।

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ । এবার শারদীয় দুর্গাপূজা আগামী কাল ২০ অক্টোবর মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের । তিনি বলেন দেবীর এবার আগমন ও গমন ঘোটকে (ঘোড়ায়) যার ফল অশুভ । তিনি আরো বলেন, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের দিক থেকে আমাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার উল্লাপাড়া উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে । তিনি আরো জানান উপজেলার দূর্গানগর ইউনিয়নে -১২ টি, মোহনপুর ইউনিয়নে-১০, বড়পাঙ্গাসী ইউনিয়নে- ০৬ টি, বড়হর ইউনিয়নে -০৮ টি, সলপ ইউনিয়নে -০৬ টি, পঞ্চক্রোশী ইউনিয়নে-০৫ টি, উধুনিয়া ইউনিয়নে -০৮, পূর্ণিমাগাঁতী ইউনিয়নে-০১ টি, কয়ড়া ইউনিয়নে- ০১ টি,বাঙ্গালা ইউনিয়নে-০৩ টি, হাটিকুমরুল ইউনিয়নে- ০৩ টি, সলঙ্গা ইউনিয়নে- ০৩ টি, রামকৃষ্ণপুর -০১ টি ও উল্লাপাড়া পৌর এলাকায়-৩০ টি মন্ডবে শারদিও উৎসব অনুষ্ঠিত হবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৮/১০/২০২৩

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.