শেষ তুলির রঙ্গের টান লাগাচ্ছে দেবীর চোখে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমার সৌন্দর্য বাড়াতে শেষ তুলির রঙ্গের টান লাগাচ্ছে দেবীর চোখে । এতে ব্যাস্ত সমশয় পার করছে উল্লাপাড়ার মৃৎশিল্পীরা ।
সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় শারদীয় দুর্গোৎসব । কাদামাটি, খড়, বাঁশ, কাঠ ও সুতা দিয়ে দেবী দুর্গার দৃষ্টিনন্দন রূপ দিতে দিনরাত রং-তুলির মাধ্যমে হাতের নিখুঁত কারুকার্যের কাজ করে যাচ্ছেন । নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিমা। ইতোমধ্যে উল্লাপাড়ার বেশিরভাগ প্রতিমা তৈরির অবকাঠামোর রংয়ের কাজ শেষ । এখন দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিন রাত শেষ তুলির কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যেই পৌর শহরের কিছু কিছু মন্দিরে আলোকসজ্জাও শুরু হয়েছে ।
তবে দেবী দুর্গাকে নানা রঙ্গে রাঙ্গালেও প্রতিমা তৈরির উপকরণ ও রঙ্গের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানালেন প্রতি মা তৈরির কারিগর বিশ্বজিৎ রায় ।
আগামী কাল ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যবনিকা হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের । দেবীর এবার
আগমন ও গমন ঘোটকে (ঘোড়ায়) যার ফল ছাত্রভঙ্গ অর্থাৎ (অশুভ) পৃথিবী এবার অনেকটা অস্থির ও বিশৃঙ্খল থাকবে বলে মন্তব্য করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা ।
উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার প্রতিমা তৈরির কারিগর নিখিল চন্দ্র পাল বলেন, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর যাবৎ এই পেশায় জড়িত রয়েছি । প্রতিমা তৈরির উপকরণ ও রঙের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি ।
উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ । এবার শারদীয় দুর্গাপূজা আগামী কাল ২০ অক্টোবর মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের । তিনি বলেন দেবীর এবার আগমন ও গমন ঘোটকে (ঘোড়ায়) যার ফল অশুভ । তিনি আরো বলেন, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের দিক থেকে আমাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার উল্লাপাড়া উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে । তিনি আরো জানান উপজেলার দূর্গানগর ইউনিয়নে -১২ টি, মোহনপুর ইউনিয়নে-১০, বড়পাঙ্গাসী ইউনিয়নে- ০৬ টি, বড়হর ইউনিয়নে -০৮ টি, সলপ ইউনিয়নে -০৬ টি, পঞ্চক্রোশী ইউনিয়নে-০৫ টি, উধুনিয়া ইউনিয়নে -০৮, পূর্ণিমাগাঁতী ইউনিয়নে-০১ টি, কয়ড়া ইউনিয়নে- ০১ টি,বাঙ্গালা ইউনিয়নে-০৩ টি, হাটিকুমরুল ইউনিয়নে- ০৩ টি, সলঙ্গা ইউনিয়নে- ০৩ টি, রামকৃষ্ণপুর -০১ টি ও উল্লাপাড়া পৌর এলাকায়-৩০ টি মন্ডবে শারদিও উৎসব অনুষ্ঠিত হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৮/১০/২০২৩