শুধু গুজব নয় সত্যি ছেলেধরা কি শুরু হইল?
আবির হোসাইন শাহিন;
চারিদিকে ছেলেধরা গুজবে আজ আতংকিত দেশবাসী। কেউ বলছে গুজব আবার কোথাও ঘটছে সত্য ঘটনা। দুই ছাত্রী হুমায়রা (১১) ও বৈশাখী (১১) মডেল পরীক্ষার জন্য তারা স্কুল যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে দুই অপরিচিত ব্যক্তি ঘাসের উপর স্প্র্রে করে হুমায়রা ও বৈশাখীর শরীরের ছুড়ে মারলে শরীরে লাগে। কিছুক্ষন যেতে না যেতেই তারা দু’জন বমি করতে করতে রাস্তায় অচেতন হয়ে পড়ে। স্থানীরা তাদেরকে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তাদেরকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।