শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বাজেট নিয়ে সেমিনার
বাবুল আকতার খান, শাহজাদপুর ঃ
১৪ জুলাই রবিবার সকালে শাহজাদপুর বরীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তাদের বিসিক রোডের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এর সেমিনার কক্ষে বাংলাদেশ সরকারের ২০১৯-২০ অর্থ বছর বাজেট পর্যালোচনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর বরীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। বাজেট সেমিনারে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক বরুণ চন্দ্র রায় ও প্রভাষক শারমিনসুলতানা।
এর আগে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন এ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র শাহাদাৎ হোসেন, দ্বিতীয় বর্ষের ছাত্র এ,কে,এম নাজমুল হাসান, ওয়াকিল আহমেদ ও একই বিভাগের ছাত্রী মুনিয়া রহমান মালা। সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ বলেন বাজেট নিয়ে শিক্ষক ছাত্রদের এমন আলোচনা সবাইকে আরো সমৃদ্ধ করবে। তাই আমাদের আরো বেশী বেশী সেমিনারের আয়োজন করতে হবে। বাজেট সেমিনারে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছাড়াও আয়োজনে সার্বিক তত্ত্ববধানে ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, বিজন কুমার ও পিংকি রানী দে।