শাহজাদপুরে যুবলীগের ৩০ হাজার মাস্ক বিতরণের উদ্যোগ
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নতুন করে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে যুবলীগের উদ্যোগে শাহজাদপুরে ৩০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে সর্বসাধারনের মাঝে প্রথম দিনে ১০ হাজার মাস্ক বিতরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার ও যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক। এ সময় অন্যান্যের মধ্যে পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার ও যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক বলেন, ‘শাহজাদপুরের গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের দিকনির্দেশনায় করোনার ক্রান্তিকালের শুরু থেকেই জনকল্যাণে এলাকাবাসীর মধ্যে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা স্বাস্থ্য উপকরন বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে শাহজাদপুর উপজেলা যুবলীগ। এরই ধারাবাহিকতায় ৩০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচীর প্রথম দিনে সর্বসাধারণের মধ্যে এদিন ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমন হ্রাসে ভবিষ্যতেও সাধারন জনমানুষের পাশে এভাবেই থাকবে যুবলীগ।’
উল্লেখ্য, উক্ত মাস্ক বিতরণকালে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।