শাহজাদপুরে উচ্চ মাধ্যমিক ফলাফলে শতকরা পাশের হারে এগিয়ে গ্রামের কলেজ, সদরের কলেজ এগিয়ে জিপিএ ৫ এ

বাবুল আকতার খান, শাহজাদপুর:

১৭ জুলাই সারা দেশে এক যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছরে রাজশাহী শিক্ষাবোর্ডের শতকরা পাশের হার ৭৬.৩৮ শতাংশ। সে তুলনায় শাহজাদপুর উপজেলায় পাশের হার ৫৬.৭৬ শতাংশ।

পাশের হারে এগিয়ে রয়েছে গ্রামের কলেজ স্থল পাকরশি ইনস্টিটিউশন (স্কুল এন্ড
কলেজ)। কলেজটির পাশের হার শতকরা ৯২.১৬ শতাংশ। মোট ৫১ জন পরীক্ষা দিয়ে ৪৭ পাশ করেছে। কলেজটি থেকে কেউ জিপিএ ৫ পায়নি। অন্য দিকে শাহজাদপুর সরকারি কলেজের পাশের হার ৭৯.৬৭ শতাংশ, মোট ৯০৫ জন পরীক্ষা দিয়ে ৭২১ জন পাশ করেছে এবং কলেজটি থেকে মোট ২৩ জন জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ এ শাহজাদপুর সরকারি কলেজ এগিয়ে রয়েছে। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের পাশের হার শতকরা ৭৬.১০ শতাংশ, মোট ৪৭৭ জন পরীক্ষা দিয়ে ৩৬৩ জন পাশ করেছে এবং কলেজটি থেকে ২ জন জিপিএ ৫ পেয়েছে। ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লা ডিগ্রি কলেজের পাশের হার শতকরা ৬৮.৪৭ শতাংশ, মোট ২০৩ জন পরীক্ষা দিয়ে ১৩৯ জন পাশ করেছে এবং কলেজটি থেকে ১ জন জিপিএ ৫ পেয়েছে। ঠুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শতকরা পাশের হার ৬০.৩৫ শতাংশ, মোট ২২৭ জন পরীক্ষা দিয়ে ১৩৭ জন পাশ করেছে এবং কলেজটি থেকে ১ জন জিপিএ ৫ পেয়েছে। বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের শতকরা পাশের হার ৬০.১৩ শতাংশ, মোট ১৫৩ জন পরীক্ষা দিয়ে ৯২ জন পাশ করেছে। সাতবাড়ীয় ডিগ্রি কলেজের পাশের হার শতকরা ৬০.০০ শতাংশ, মোট ১৬৫ জন পরীক্ষা দিয়ে ৯৯ জন পাশ করেছে এবং কলেজটি থেকে ১ জন জিপিএ ৫ পেযেছে। চরনবীপুর নুরজাহান মযহার স্কুল এন্ড কলেজের শতকরা পাশের হার ৫৬.৫৭ শতাংশ, মোট ৯৯ জন পরীক্ষা দিয়ে ৫৬ জন পাশ করেছে। জামিরতা ডিগ্রি কলেজের শতকরা পাশের হার ৫৬.৪৭ শতাংশ, মোট ৫১০ জন পরীক্ষা দিয়ে ২৮৮ জন পাশ করেছে। কৈজুরী হাই স্কুল এন্ড কলেজের শতকরা পাশের হার ৫৬.৩৬ শতাংশ, মোট ১১০ জন পরীক্ষা দিয়ে ৬২ জন পাশ করেছে । ড. মযহারুল ইসলাম মডেল কলেজের শতকরা পাশের হার ৫০.০০ শতাংশ, মোট ২০ জন পরীক্ষা দিয়ে ১০ জন পাশ করেছে। মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের শতকরা পাশের হার ৪৯.৫২ শতাংশ, মোট ৬২৮ জন পরীক্ষা দিয়ে ৩১১ জন পাশ করেছে। করতোয়া ডিগ্রি কলেজের শতকরা পাশের হার ৪৪.৫৪ শতাংশ, মোট ২২৯ জন পরীক্ষা দিয়ে ১০২ জন পাশ করেছে। দুগালী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শতকরা পাশের হার ৪৪.৪৪ শতাংশ, মোট ২৭ জন পরীক্ষা দিয়ে ১২ জন পাশ করেছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.