রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর আটক

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) আমদানি নিষিদ্ধ ভারতীয় বোতল ফেন্সিডিল সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার(০৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক
দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মেহদী হাসান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাত্রি সাড়ে ১১ ঘটিকার সময় রায়গঞ্জ থানাধীন ০৫ নং চান্দাইকোনা দাতিয়া বেনীমাদব গ্রাম হতে ৪০ (চল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মুনসুর আলী শেখ (৪৭), পিতা- মৃত পাঞ্জাব আলী শেখ, সাং- দাতিয়া বেনীমাদক, থানা-রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুনসুর আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।