রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ০৯ টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ১৩ জানুয়ারী সোমরার গোপন সংবাদের ভিত্তিতে এসআই নীল কমল এর নেতৃত্বে রায়গঞ্জ থানার অভিযানিক দল উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের হাবিবর রহমানের ছেলে আবুল হাসেম (৩৫) এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ী থেকে ছোট বড় মিলে ৯ টি গরু উদ্ধার উদ্ধার করে।
উদ্ধারকৃত গরু গুলোর আনুমানিক মূল্য ৫,১০,০০০ (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা। এ ঘটনায় আবুল হাসেমকে আসামী করে থানায় মামলা হয়েছে। পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।