রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে হাঁসের খামারে বিষ প্রয়োগে হাঁস নিধনের অভিযোগ

মোঃ পারভেজ সরকার,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় এক কৃষকের হাঁসের খামারে বিষ প্রয়োগ করে ৩ শতাধিক হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী খামারী  জহুরুল ইসলাম সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা ভুমিহীন পাড়া গ্রামের কৃষক মো. জহুরুল ইসলাম কৃষি কাজের পাশাপাশি তার বাড়ির পাশেই প্রায় ৫০০ হাঁসের একটি খামার পরিচালনা করতেন। প্রতিদিনের মতো গত ২৮ অক্টোবর সকালে খামারের হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেওয়ার জন্য  ফুলজোড় নদীতে নিয়ে যান তিনি। সেখানে ৫০০ টি হাঁসের মধ্যে ২৪০ টি হাঁস বিচ্ছিন্ন হয়ে গেলে বাকী ২৬০ টি হাঁস নদী পাড়ে জালে বন্দি করে রাখে। বিচ্ছিন্ন ২৪০ টি হাঁস খুঁজে নিয়ে এসে দেখে রেখে যাওয়া ২৬০টি হাঁস অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

পরে তিনি দেখতে পান, কেউ বা কারা  বিষ মিশিয়েছে, যার ফলে তার খামারের প্রায় ২৬০টি হাঁস মারা যায়। এতে তার প্রায় ৯১ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জহুরুল ইসলামের অভিযোগ, প্রতিবেশী মোঃ সিদ্দিক (৪৮), ও  আহাদুল (২৫) পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলেছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে খামারে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করি। অভিযুক্তরা প্রায়শই আমাকে হুমকি দিয়ে বলে তোমার হাঁসগুলি এখানে রাখা যাবে না, যদি এখানে আবার রাখ তবে তোমার হাঁস সহ তোমাকে মেরে ফেলব বলে ভয়ভীতি হুমকি দিয়ে আসছিল। এর মধ্যে গত ২৮ অক্টোবর বিষ দিয়ে শত শত হাঁস মেরে ফেলা হয়েছে। তাৎক্ষনিক মরে যাওয়া হাসঁগুলোর মধ্যে  তিনটি হাঁস পরীক্ষার জন্য রায়গঞ্জ পশু হাঁসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে বলে যে ঐ হাঁসগুলি বিষ খেয়ে মারা গেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশে অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন মো. শামিম আক্তার বলেন, ভুক্তভোগী জহুরুল কে আমরা মৃত হাঁস নিয়ে সিরাজগঞ্জে  এফবিআইএল পরিক্ষা এবং থানায় অভিযোগ দিতে বলেছি। এফবিআইএল পরিক্ষার ফলাফলের পেলে আমারা বিষয়টি দেখবো।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির  জানান, এবিষয়ে লিখিত  অভিযোগ পেয়ে এস আই আনিস কে ঘটনাস্থলে পাঠিয়েছি, তদন্ত করে শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

মোঃ পারভেজ সরকার। 

প্রতিনিধি,সিরাজগঞ্জ। 

২৯-১০-২০২৫