রায়গঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
মোঃ পারভেজ সরকার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন বিএনপি কর্মী নিহত হয়েছে।
নিহত দুই বিএনপির কর্মী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের আকবার আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩০), তিনি ৭নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই গ্রামের মৃত: বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৫) তিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য সলঙ্গা যাবার পথে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকার নাহার এগ্রো কোম্পানি নামক স্থানে আসলে বিপরীত গ্রামী মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকা জনক হওয়া উন্নতচিকিৎসার জন্য ওমর আলীকে বগুড়া টি এম এস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। অপর জন ফরিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
