যমুনা সার কারখানায় জমাটবাধা পঁচা সার ডিলারদের দেয়ার প্রতিবাদে সার উত্তোলন বন্ধ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা থেকে বিদেশ থেকে আমদানি করা জমাট বাঁধা পচাঁ সার ডিলারদের জোর করে চাপিয়ে দেয়ার প্রতিবাদে সার উত্তোলন বন্ধ করে দিয়ে গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টা থেকে ২ঘন্টা কারখানার প্রধান ফটকে ডিলাররা কালবাট পাইপ ফেলে কারখানার প্রশাসনকে অবরুদ্ধ করে রেখেছে বলে জানাগেছে।

গত ৬ ফেব্রুয়ারী সকালেই ডিলাররা আমদানী করা জমাটবাধা পচাঁ সার সরবরাহ নিতে অনীহা প্রকাশ করায় কারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ হয়ে যায়।

ডিলারদের সূত্রে জানাগেছে, যমুনা সার কারখানার হাজার হাজার মেট্টিন টন বিদেশ থেকে আমদানি করা সার দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে রোদ- বৃষ্টিতে তার গুনাগুন নষ্ট হয়ে গেছে। বস্তার সার পাথরের মতো শক্ত, যা গুঁড়া করে দিলেও সেগুলো পাউডারের মতো মিহি হয়ে যায়। সরকার সারের চাহিদা মেটানোর নামে বিদেশ থেকে আমদানি করা সার জমাট বাঁধা, পচাঁ, নি¤œমানের এবং ওজনেও কম বলে ডিলার ও কৃষকরা দীর্ঘদিন যাবৎ অভিযোগ করে আসছে। যে কারনে উক্ত সার প্রয়োগে কৃষকদের অনীহার কারনে ডিলাররা আর্থিক ভাবে ক্ষতি’র সম্মুখিন হয়েছেন।

কারখানা কর্তৃপক্ষ প্রতি ট্রাকে ১২ মেট্রিক টন সারের মধ্যে ১১ মেট্রিক টন যমুনার উৎপাদিত সার এবং সঙ্গে ১ টন বিদেশ থেকে আমদানি করা সার নেওয়া বাধ্যতামূলক করে। এর আগেও আমদানি করা সার জমাট বাঁধা, পচাঁ, নি¤œমানের সার নিয়ে ডিলারগন উত্তোলন বন্ধ করলেও কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও তালবাহানা করছে। এ নিয়ে রবিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষের সাথে ডিলার, ট্রাক মালিক সমিতি, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় প্রতি ট্রাকে ১২ মেট্রিক টন সারের মধ্যে ১৫ বস্তা আমদানীকৃত সার (কোন ভাবেই শক্ত, জমাট বাধা, বস্তা ছেড়া ফাটা থাকবেনা শর্তে) উত্তোলন করার সমোঝতা হয় বলে জানাগেছে। এই কারনে ডিলাররা অবরোধ প্রত্যাহার করে নেন।

তারাকান্দি ট্রাক ও ট্যাংলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক জানান, আমদানিকৃত ১ মে. টন সার জমাটবাধাঁ ও গলিত, যা কৃষকের কাছে বিক্রি অযোগ্য। প্রত্যেক ডিলারের গুদামে আমদানিকৃত সার আটকা পড়ে গেছে। ফলে প্রতি ট্রাকে ১৬ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। প্রতিকার দাবিতে শনিবার সকাল থেকে কারখানার কমার্শিয়াল এরিয়ার ১৯ জেলায় ডিলারগনের সার পরিবহন বন্ধ রয়েছে। বিপাকে পরিবহন বিভাগের মালিক-শ্রমিকরা। প্রতি ট্রাকে ১২ মেট্রিক টন সারের মধ্যে ১৫ বস্তা আমদানীকৃত সার (কোন ভাবেই শক্ত, জমাট বাধা, বস্তা ছেড়া ফাটা থাকবেনা শর্তে) উত্তোলন করার সমোঝতা হয় বলে তিনি জানান।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় বিভাগের ইনচার্জ ওয়ায়েছুর রহমান বলেন, কারখানায় বাইরে থেকে আমদানিকৃত ২১ হাজার মে. টন ও যমুনার উৎপাদিত ৬২ হাজার মে. টন সার বর্তমানে মজুদ রয়েছে। ডিলারদের জন্য বরাদ্ধকৃত ১২ মে. টনের মধ্যে যমুনার ১১ মে. টন ও আমদানিকৃত ১ মে. টন সার গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আমদানিকৃত সার নি¤œমান বলে অভিযোগ করে ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন।

|

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.